দেশে আর্থিক বিপর্যয়! টাকার চাইতেও বেশি মূল্যবান মানুষের জীবন, ইঙ্গিত মোদির

Advertisement

নভেল করোনাভাইরাস নামটা শুনলেই আঁতকে উঠছে মানুষ। চীন থেকে শুরু হলেও বর্তমানে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই মারণ ভাইরাস। করোনা মোকাবিলায় দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছিল মোদি সরকার। গতকাল সকাল ১০ টায় ফের জাতির উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখেন তিনি। সেই ভাষণে তিনি অনেক গুরুত্বপূর্ণ দিক ও সিদ্ধান্ত দেশবাসীকে উদ্দেশ্যে বলেন।

Advertisements

তিনি বলেন করোনার বিরুদ্ধে লড়াই করছে দেশবাসী। কষ্ট সহ্য করেও দেশকে বাঁচিয়েছেন আপনারা। আপনাদের ত্যাগে ক্ষতি অনেকটাই কম। জানি আপনাদের অনেক কষ্ট হচ্ছে। আপনাদের সবাইকে প্রণাম জানাই। এই সময় দেশ উৎসবের মেজাজে থাকতো। কষ্ট সহ্য করেও আপনারা লকডাউন মেনেছেন। দেশবাসী নিয়ম মেনে চলেছে যার ফলে করোনাভাইরাস এর দ্বারা ক্ষতি অনেকটাই সামলানো গেছে। বলাবাহুল্য করোনা বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে ভারত। সমস্যা শুরুর আগেই ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউন , 21 দিনের এই লকডাউন ঘোষণা করা এক বড় পদক্ষেপ ছিল। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। অন্য দেশের তুলনায় ভারত ভালো জায়গায় রয়েছে বলে তিনি জানান।

Advertisements

তিনি আরো বলেন , লকডাউনের ফলে দেশের আর্থিক ক্ষতি হবে ঠিকই, কিন্তু মানুষের জীবনের দাম সবথেকে বেশি। করোনা মোকাবিলায় পথ দেখাচ্ছে ভারত। অন্য দেশে করোনা সংক্রমণ 30 গুণ বেশি। পরিস্থিতির গুরুত্ব বিচার করে 3 মে পর্যন্ত সময়সীমা বাড়ানো হচ্ছে। দেশবাসীর স্বার্থেই এই সিদ্ধান্ত। অনেক রাজ্যই লকডাউন বাড়ানোর পক্ষে। এই ভাইরাসের সংক্রমণ রুখতেই হবে। এই ভাইরাসের সংক্রমন ঘটতে দেওয়া যাবে না। আগামী এক সপ্তাহ আরো কঠিন লড়াই।

Related Articles