whatsapp channel
google news
নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি
Advertisements

লকডাউন দেশ! জীবন বিমার প্রিমিয়াম নিয়ে বড়সড় ঘোষণা! উপকৃত হবে কোটি কোটি মানুষ

দেবপ্রিয়া সরকার : করোনা ভাইরাস প্রতিরোধের সমগ্র দেশজুড়ে ২৪ শে মার্চ থেকে ১৪ ই এপ্রিল পর্যন্ত মোট ২১ দিনের লকডাউন জারি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই পরিস্থিতিতে একমাত্র জরুরিকালীন পরিষেবা…

Published By: Web Desk | Updated:
Advertisements

দেবপ্রিয়া সরকার : করোনা ভাইরাস প্রতিরোধের সমগ্র দেশজুড়ে ২৪ শে মার্চ থেকে ১৪ ই এপ্রিল পর্যন্ত মোট ২১ দিনের লকডাউন জারি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই পরিস্থিতিতে একমাত্র জরুরিকালীন পরিষেবা ছাড়া সমস্ত স্কুল-কলেজ, অফিস-আদালত বন্ধ রয়েছে। এই অবস্থায় ইনসিওরেন্স রেগুলেটরি এন্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়ার (IRDAI) তরফ থেকে একটি বড়সড় ঘোষণা করা হলো। এই ঘোষণায় জীবন বিমার প্রিমিয়াম জমা দেয়ার সময়সীমা বাড়ানো হয়েছে আরো ৩০ দিন।

আপনার জন্য নির্বাচিত

জানানো হয়েছে যে মার্চ এবং এপ্রিলে যাদের জীবন বীমা প্রিমিয়াম জমা দেওয়ার তারিখ ছিল, তাদের সেই তারিখ আরো ৩০ দিন বাড়ানো হলো। সাধারণত কোনো পলিসির প্রিমিয়াম জমা দেওয়ার নির্দিষ্ট তারিখ পেরিয়ে গেলেও তারপর আরও ৩০ দিন অতিরিক্ত সময় দেওয়া হয়। এবার সেই অতিরিক্ত সময়ের পরে আরও ৩০ দিন অতিরিক্ত সময় দেওয়া হলো IRDAI এর তরফ থেকে। IRDAI একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশজুড়ে তিন সপ্তাহের লকডাউন জারি হওয়ায় অনেক জায়গায় মানুষ প্রিমিয়াম জমা দিতে পারেননি বা জমা দেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়েছেন। তাই তাদের সকলের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হলো।’

এছাড়াও IRDAI এর তরফে আরো একটি ঘোষণা করা হয়েছে যে, যেসব ইউনিট লিংক ইনসিওরেন্স পলিসি বা ইউলিপ গ্রাহকদের পলিসি এইসময় ম্যাচিওর করছে তারা তা এখন না তুলে আরও ৫ বছরের জন্য মেয়াদ বাড়িয়ে নিতে পারেন।