লকডাউন দেশ! জান্নাতে থাকা প্রিয়জনদের মঙ্গল কামনায় বাড়িতেই শবেবরাত পালন

Advertisement

মলয় দে নদীয়া:-গত হওয়ার পর স্বর্গীয় অর্থাৎ জান্নাতে থাকা, আত্মীয় পরিজন প্রিয়জনদের আল্লার কাছে মঙ্গল দোয়া করেন। আজ ভোর তিনটে 59 মিনিটে শেহরি অর্থাৎ খাওয়ার সময় শেষ হয়, তারপর সারাদিন উপোস থাকার পর সন্ধে ছটায় ইফতার অর্থাৎ খাওয়া-দাওয়া হয়। এরপর এসা নামাজ হয়ে যাওয়ার পর। রাত আটটা নাগাদ নফল নামাজের মাধ্যমে জান্নাতের মঙ্গল কামনা করা হয় মসজিদে তবে এটা সম্পূর্ণ ব্যক্তিগত নামাজ দলগত নয়।

Advertisements

কিন্তু এই চরম সঙ্কট মুহূর্তে অন্য বছরের মতো সকলেই আসেননি মসজিদে, ইমামদের কথা অনুযায়ী প্রত্যেকে বাড়ি বসে একই সময় নিয়ম নীতি মেনেই পালন করেন এ বছরের সবেবরাৎ।একদিকে লকডাউন, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সচেতনতা বার্তা সর্বোপরি সাধারণ মানুষের কাছে। তারই প্রেক্ষিতে ধর্ম নির্বিশেষে নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ।

Advertisements

আজ শবেবরাত, সোশ্যাল ডিসটেন্স ও শব্দ দূষণকে রুখতে নেওয়া হয়েছে একাধিক পদক্ষে। করা হয় আযানের শেষে মাইকিং করে প্রচার করা হচ্ছে এই সংকটময় মুহূর্তে গৃহবন্দি হয়ে থাকার জন্য।

Related Articles