লকডাউন দেশ! চলবে না কোনো ধর্মীয় সমাবেশ! সাফ জানিয়ে দিলো কেন্দ্র সরকার

করোনা আতঙ্কে বিশ্ব। প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ভারতেও চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে করোনার প্রকোপ। দেশে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় সাত হাজার। প্রাণ হারিয়েছেন ২০০-র বেশি মানুষ। করোনা মোকাবিলায় প্রথমে ওড়িশা ও পরে পঞ্জাব লক ডাউনের মেয়াদ বাড়িয়েছে ৩০ এপ্রিল পর্যন্ত।
সূত্রের খবর অনুযায়ী, দিল্লির নিজামুদ্দিনের তাবলীগি জামাতের সমাবেশ থেকে দেশের মোট করোনা সংক্রমণের ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া রাম নবমীর অনুষ্ঠান ঘিরে জমায়েতের ফলে চিন্তার ভাজ পড়ে যায় চিকিৎসক মহলে। দেশে করোনা পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, যে লকডাউনের মধ্যে দেশের কোথাও কোনোরকম ধর্মীয় সমাবেশ আয়োজন করা চলবে না। সম্পূর্ন নিষিদ্ধ রাখতে হবে।
প্রধানমন্ত্রী আগেই জানিয়েছেন দেশের লকডাউনের সময়সীমা আরো বাড়তে পারে। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে প্রতিটি রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি জেলা প্রশাসনকে কঠোর হতে হবে এবং নজরদারি বাড়াতে হবে। আইন অমান্য করে ধর্মীয় অনুষ্ঠানে সমাবেশ করলে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। দেশে করোনার পরিস্থিতি যাতে হাতের নাগালের বাইরে না চলে যায়, সেইজন্য কেন্দ্রের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।