whatsapp channel
google news
নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি
Advertisements

লকডাউন দেশ! আপনার বাড়িতে মাছ কেটে-ধুয়ে পৌঁছে দেবে মৎস দফতর! জানুন বিস্তারিত

করোনার হানায় বিপর্যস্ত গোটা বিশ্ব। এক করোনার জেরে দুর্যোগ দেখা দিয়েছে বিশ্বের বেশিরভাগ দেশে। ভারতে করোনা মোকাবিলায় ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা মোকাবিলার উদ্দেশ্যে বিশেষ কিছু…

Published By: Web Desk | Updated:
Advertisements

করোনার হানায় বিপর্যস্ত গোটা বিশ্ব। এক করোনার জেরে দুর্যোগ দেখা দিয়েছে বিশ্বের বেশিরভাগ দেশে। ভারতে করোনা মোকাবিলায় ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা মোকাবিলার উদ্দেশ্যে বিশেষ কিছু পদক্ষেপ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যবাসীকে বারবার অনুরোধ করছেন খুব প্রয়োজন না থাকলে কেউ যেন বাড়িতে থেকে না বেরোয়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের কিছু দোকান খোলা থাকলেও বিভিন্ন জায়গা থেকে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ আসছে।

আপনার জন্য নির্বাচিত

এমন ভয়াবহ পরিস্থিতিতে রাজ্যবাসীর সুবিধার্থে অভিনব ব্যবস্থা নিয়েছে রাজ্য মৎস্য দপ্তর। মাছ কিনতে আর বাজারে যেতে হবে না। দিতে হবে না অতিরিক্ত দামও। এবার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে মাছ। কি করতে হবে তার জন্য? মৎস দফতর সূত্রে খবর, বাড়িতে বসে মাছ পাওয়ার জন্য গুগল প্লে স্টোর থেকে SFDC অ্যাপটি ডাউনলোড করতে হবে। সেখানথেকে পছন্দসই মাছের অর্ডার করলেই সংশ্লিষ্ট ঠিকানায় মাছ কেটে, ধুয়ে পৌঁছে দেওয়া হবে। তবে এর জন্য অতিরিক্ত ২৫ টাকা দিতে হবে।

সূত্রের খবর অনুযায়ী, কলকাতায় মাছ বিক্রির জন্য চারটি মোবাইল ভ্যান ঘুরবে। এছাড়া দীঘা, বর্ধমান, বোলপুর, দুর্গাপুর মিলিয়ে মোট ২৫টি মাছ বিক্রির গাড়ির ব্যবস্থা করেছে রাজ্য মৎস্য দফতর।

এই বিষয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানিয়েছেন, “লকডাউনে কিছু বাজারে মাছের জোগানে সমস্যার খবর পাওয়া যাচ্ছিলো। এছাড়াও ব্যবসায়ীরা নায্য দামের বেশি নিচ্ছিলেন। তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে সাধারণ মানুষ নায্য মূল্যে বাড়িতে বসেই মাছ কিনতে পারবেন।”