লকডাউনে বন্ধ কাজ! অসহায় মানুষের মাঝে খাবার বিলোচ্ছেন প্রতিবন্ধী বৃদ্ধ

অতীতে রামকৃষ্ণ মিশনের শিক্ষক ছিলেন শিবতোষ বন্দ্যোপাধ্যায়। বিবাহ করেন শ্রবণশক্তি সংক্রান্ত অসুবিধা সম্বলিত চন্দ্রা ব্যানার্জিকে। নিঃসন্তান হওয়ায় বিশেষভাবে সক্ষম দের বিভিন্ন সহযোগিতার জন্য নিজের বসত বাড়িটাই ব্যবহার করতে দিয়েছেন প্রতিবন্ধ নামক সংস্থার সভাপতি সুজন দত্তকে। ব্লক শহর মিলিয়ে একুশশো বিশেষভাবে সক্ষম দের সরকারি ছাত্রবৃত্তি, ভাতা, হুইল চেয়ার, ট্রাই সাইকেল , শ্রবণ যন্ত্র পাইয়ে দেওয়ার সহযোগিতা করা হয়। এবাদেও নাচ, গান, নাটক, কম্পিউটার, স্বনির্ভরতা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা আছে এই অফিসে।
একটি পা না থাকা সত্ত্বেও 65 বছরের সুজন দত্ত বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের কাছ থেকে 100 কেজি চাল, চন্ডাল কালীমাতা কমিটির কাছ থেকে শুকনো খাবার, পূর্ণিমা মিলন সংঘর কাছ থেকে প্রয়োজনীয় খাদ্য দ্রব্য সংগ্রহ করে মাঝে মাঝেই কখনো গ্রাম কখনো শহরের প্রান্তিক মানুষদের বিলোচ্ছেন।
সুজন বাবুর অধীনস্থ 22 জন অফিসকর্মী যারা প্রত্যেকেই বিশেষভাবে সক্ষম তারা মনিটরিং করছেন দিনরাত্রি। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন আবেদনের মাধ্যমে সংগ্রহ করছেন খাদ্য সামগ্রী। তারপরে প্রয়োজন মাফিক বিভিন্ন গ্রাম শহরে পৌঁছে যাচ্ছেন তা নিয়ে।