whatsapp channel
google news
নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি
Advertisements

লকডাউন থাকতে পারে ৬ মাস! বাড়তে পারে সময়সীমা! কারণ তুলে ধরলো ব্রিটেন

Indian council of medical research এর দাবী ভারতের প্রাণঘাতী ভাইরাস এখন দ্বিতীয় স্তরে অর্থাৎ স্টেজ 2 তে রয়েছে। এখন।যদি সতর্কতা অবলম্বন না করা হয় তাহলে ভবিষ্যতে ভারতের যে আরো ভয়ঙ্কর…

Published By: Web Desk | Updated:
Advertisements

Indian council of medical research এর দাবী ভারতের প্রাণঘাতী ভাইরাস এখন দ্বিতীয় স্তরে অর্থাৎ স্টেজ 2 তে রয়েছে। এখন।যদি সতর্কতা অবলম্বন না করা হয় তাহলে ভবিষ্যতে ভারতের যে আরো ভয়ঙ্কর পরিস্থিতির হতে চলেছে তা বোঝায় যায়।

আপনার জন্য নির্বাচিত

বর্তমানে ইতালিতে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা জায়গাও পাওয়া যাচ্ছেনা মৃতদেহের শেষকৃত্যের জন্য আর এই কারনেই প্রায় বিশ্বজুড়েই সতর্কতা অবলম্বন করতে বন্ধ স্কুল কলেজ shopping mall সিনেমা সিরিয়াল শুটিং ,প্যাসেঞ্জার ট্রেন ।লক ডাউন শহর জুড়ে।করোনা ভাইরাসের চেন ব্রেক করতে এই একমাত্র পন্হা। লকডাউন নিয়ে যা ফল মিলেছে তা ইতিবাচক বলেই মানছে বরিস জনসন সরকার ।করোনা মোকাবিলায় লকডাউন সবচেয়ে ভালো উপায় আর এই কারণে যে লকডাউন এর ফলে যে একে অপরের সাথে সামাজিক দূরত্ব তৈরি হয়েছে তা ছয় মাস পর্যন্ত চলতে পারে ব্রিটেনজুড়ে এমন কথা ভাবা হচ্ছে।

ব্রিটেনের ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার জেনি হ্যারিস জানিয়েছেন যে ধীরে ধীরে লকডাউন এর সুফল তারা পেতে শুরু করেছেন তবে এই মহামারীর গ্রাফ কবে শিখর ছোঁবে সে নিয়ে মন্তব্য করতে চাননি তিনি। পরিস্থিতি কোন দিকে এগিয়ে যাচ্ছে সেই বিষয়ে লক্ষ্য রাখার পরে লক ডাউনের সময়সীমা বাড়িয়ে ছয় মাস করা যেতে পারে। সাংবাদিক সম্মেলনে জেনি এই কথায় জানিয়েছেন।এখন সময়ই কথা বলবে।