লকডাউন! জনগণের স্বার্থে নদিয়ার রানাঘাটে নাকা চেকিং বিরাট পুলিশ বাহিনীর
Advertisement

মলয় দে নদীয়া:- লকডাউন দেশ, জনগণের স্বার্থে নদিয়ার রানাঘাটের মহকুমা পুলিশ আধিকারিক লালটু হালদার রানাঘাট থানার আই, সি রাজকুমার মালাকার সহ বিশাল পুলিশ বাহিনী রানাঘাট শহর দাপিয়ে বেড়ালেন। কোথাও নাকা চেকিং কোথাও ব্যাংক পোস্ট অফিসে লাইন ঠিক করলেন বিনয়ের সাথে।
Advertisements
প্রচন্ড ভিড় যাতে না হয় অবাঞ্ছিত ভাবে মটর বাইক নিয়ে চলা এবং রাস্তায় অঝতা ভিড় না করার অনুরোধ করলেন। রাস্তায় অবাঞ্ছিত ভাবে ঘুরে বেড়ানোর ওপর কড়াকড়ি করলেন, নির্দেশ দিলেন ভিড় না করে নিয়ম মেনে দূরত্ব বজায় রেখে দাঁড়াতে। রানাঘাট শহর জুড়ে চললো তল্লাশি। সেই চিত্র ধরা পড়লো ক্যামেরায়।
Advertisements