নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি

লকডাউন! ঘরে বসে ‘গো করোনা গো’ মন্ত্র জপ করছেন দেশের মন্ত্রী!

করোনা ভাইরাসের সংক্রমণ ঢুকতে দেশ এখন 21 দিনের লকডাউন পর্বের মধ্য দিয়ে যাচ্ছে। আর এই কারণেই সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় মন্ত্রীরাও প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর কথা শুনে চলছেন দেশের স্বার্থে। স্বাভাবিক দিনগুলোই যে সব মন্ত্রীদের কর্মব্যস্ততার জন্য সময় থাকেনা

Published By: Sangbad Safar Desk | Updated:

করোনা ভাইরাসের সংক্রমণ ঢুকতে দেশ এখন 21 দিনের লকডাউন পর্বের মধ্য দিয়ে যাচ্ছে। আর এই কারণেই সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় মন্ত্রীরাও প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর কথা শুনে চলছেন দেশের স্বার্থে। স্বাভাবিক দিনগুলোই যে সব মন্ত্রীদের কর্মব্যস্ততার জন্য সময় থাকেনা তারা ও এখন গৃহবন্দী তাদের মধ্যে একজন হলেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালের। চার দেওয়ালের মধ্যে কাটাচ্ছেন তো বটেই তার সাথে একটাই মন্ত্র বিড়বিড় করছেন গো করোনা গো এ মন্ত্রে করোনা না পালালেও কিছুটা ভয় কাটতে পারে।

আপনার জন্য নির্বাচিত

তবে ঘরে বসে থাকা মানে তিনি যে কোনো কাজ করছেন না তা কিন্তু নয় দেশের স্বার্থে নিজের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ইতিমধ্যেই তিনি তার স্থানীয় এলাকার উন্নয়ন তহবিল থেকে পিএম কেয়ার ফান্ডে এক কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেছেন। পাশাপাশি তার দুই মাসের বেতন মহারাষ্ট্রে সরকারের ত্রাণ তহবিলে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তবে লকডাউনের দৌলতে পরিবারের সময় কাটানোর সুযোগ মিলেছে তার। যে বাবাকে ব্যস্ততার জন্য প্রায়ই কাছেই পেতেন না ছেলে এই লকডাউনের ফলে বাবাকে কাছে পাচ্ছেন ঘরে বসে কখনো ছেলের খেলার সাথীও হচ্ছেন রাম দাস আঠওয়ালে।

মোদী মন্ত্রিসভার ওই মন্ত্রী জানিয়েছেন আমার প্রতিদিনের রুটিনের মধ্যে হাঁটা চলা সাইকেল চালানো আধাঘন্টা ধ্যান করা বই পড়া অন্তর্ভুক্ত রয়েছে। আমি প্রতিদিনের সংবাদ এর দিকেও সবসময়ই নজর রাখি। এই সময় ঘরবন্দি থাকাটা যে একান্ত জরুরি তা দেশের মানুষকে আরো একবার বুঝিয়ে দিলেন মোদি সরকারের এই মন্ত্রী