নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি

লকডাউন-করোনা ভাইরাসকে তোয়াক্কা না করে চাইনা টাউনে লাঞ্চ! ভাইরাল দম্পতি

প্রীতম দাস : গোটা দেশকে করোনা কবল থেকে মুক্ত করার জন্য ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী গতকাল ঘোষণা করেন 21 দিনের জন্য সমগ্র দেশে লকডাউন কথা। কিন্তু কিছু মানুষ লকডাউন এর কথা ও এরই সঙ্গে সমগ্র বিশ্ব সহ গোটা ভারতবর্ষে

Published By: Sangbad Safar Desk | Updated:

প্রীতম দাস : গোটা দেশকে করোনা কবল থেকে মুক্ত করার জন্য ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী গতকাল ঘোষণা করেন 21 দিনের জন্য সমগ্র দেশে লকডাউন কথা। কিন্তু কিছু মানুষ লকডাউন এর কথা ও এরই সঙ্গে সমগ্র বিশ্ব সহ গোটা ভারতবর্ষে করোনা দাপটের কথা জেনেও সমস্ত কিছু উপেক্ষা করে নিয়ম ভঙ্গ করে নিজেদের মতো বিচরণ করছে। দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য জ্ঞানী ব্যক্তিত্ব ও ডাক্তার গন করোনার সংক্রামক চক্র কে ভাঙ্গার জন্য জনগণকে আইসোলেশন থাকার জন্য অনুরোধ করছে তখন কিছু মানুষ তাদের সেই বক্তব্যকে শোনার পর বোঝার পর সমস্ত কিছুকে নস্যাৎ করে নিজেদের মতো করে চলছে। এতে তারা শুধু নিজেদের নয় তাদের সাথে সমাজের অন্যান্য মানুষদের বিপদের মুখে ফেলে দিচ্ছে।

আপনার জন্য নির্বাচিত

সম্প্রতি ফেসবুকে কয়েকজনের পোস্ট ভাইরাল হয়েছে। ফেসবুকে অর্ণব ভট্টাচার্য নামে এক ব্যক্তি কতকগুলি স্ক্রিনশট পোস্ট করেন। যে স্ক্রিনশট গুলোতে দেখা যাচ্ছে কয়েকজন ব্যক্তি লকডাউন কে তোয়াক্কা না করে কেউ বাইরে ঘুরতে বেরিয়েছে ! কেউবা আবার লাঞ্চ করতে বেরিয়েছে ! যদিও এই ছবিগুলি সত্যতা আমাদের নিউজ ডেস্ক যাচাই করেনি। ছবিগুলো পোস্ট হতে মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

লকডাউন চলাকালে আমরা প্রতিদিনই কোন না কোন জায়গায় মানুষের অসচেতনতা সাক্ষী হচ্ছি। যদি এই ঘটনাটি সত্য হয়ে থাকে তাহলে এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। কারণ আমাদের দেশ যে জায়গায় দাঁড়িয়ে আছে এই সময়ে যদি আমরা সচেতন না হই তাহলে হয়তো অনেক করুন দৃশ্যের সাক্ষী থাকতে হতে পারে।