দেবপ্রিয়া সরকার : করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সারা দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিকিৎসা বিজ্ঞানীরা জানিয়েছেন এই ভাইরাস থেকে মুক্তির উপায় একটাই তা হলো সেল্ফ কোয়ারেন্টাইন। সেই লক্ষ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে। কিন্তু এই লকডাউনে কি হবে সমস্যার সমাধান? এই প্রশ্ন বাসা বেধেছে কম বেশী সকল মানুষের মনে। এই প্রশ্নের উত্তর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ( world health organisation)।
WHO-এর মহানির্দেশক টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস স্পষ্ট জানিয়েছেন শুধুমাত্র লকডাউন করে ওই মারণ ভাইরাসের আক্রমণ ঠেকানো যাবে না। COVID-19 এর বিরুদ্ধে লড়াই করার জন্যে শুধুমাত্র ঘরবন্দি থাকা এই ভাইরাস নির্মূল করার পক্ষে যথেষ্ট পদক্ষেপ নয়। তিনি আরও বলেন, COVID-19 এর সংক্রমণ রোধের জন্যে, অনেক দেশই “লকডাউন” ব্যবস্থা চালু করেছে। কিন্তু খুব বেশি লাভ হয়নি তাতে। শুধুমাত্র লকডাউনে হার মানবে না এই ভাইরাস। আর এই ভাইরাস যেহেতু মৃত ভাইরাস, তাই এর ধ্বংস অত্যন্ত কঠিন। লকডাউন কেবলমাত্র সংক্রমণ কমানো যেতে পারে কিন্তু ওই ভাইরাসের বিরুদ্ধে জেতা সম্ভব হবে না। এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে হলে সব দেশকে এক হতে হবে।
একটি দ্বিতীয় উইন্ডো বা দ্বিতীয় পথও বেছে রাখতে হবে এর জন্য, তবেই আসবে সাফল্য। বিশ্বজুড়ে এই ভাইরাসের সংক্রমণ বাড়ছে হু হু করে। ভারতের অবস্থা সঙ্কটজনক পরিস্থিতির দিকে পা বাড়িয়েছে। গত বুধবার পর্যন্ত দেশে নোভেল করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ১১ জনের। করোনা আক্রান্তের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। গুজরাতের আমেদাবাদে মদিনা ফেরত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মধ্যপ্রদেশের ইন্ডোরে মৃত ৬৫ বছরের বৃদ্ধা এবং তামিলনাড়ুর মাদুরাইয়ে মৃত ১।