Advertisements

লকডাউন অমান্য! শহরে বেধড়ক লাঠিচার্জ পুলিশের! মরণ-বাঁচন দৌড় জনতার, (ভিডিও)

Advertisements

প্রীতম দাস : করোনা দাপট যেন দিন দিন বেড়েই চলেছে কিন্তু মানুষের সচেতনতা সেই আন্দাজে বাড়ছে না । সরকারি লকডাউন বিধি নিষেধ কে তোয়াক্কা না করে ঘরের বাইরে বিনা কারণে বেরোনো ও জমায়েত অনেকে করছে।

সম্প্রতি এক ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে বহু মানুষের জমায়েত কে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ লাঠিচার্জ করছে। সূত্রানুযায়ী ঘটনাটি পার্কসার্কাসের। পুলিশের লাঠিচার্জের ফলে জনতার দল ছত্রভঙ্গ হয়ে পালায়। কিন্তু প্রশ্ন হচ্ছে এত কড়া বিধিনিষেধ প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সহ বিভিন্ন ডাক্তারগনের এতো অনুরোধ করা সত্ত্বেও কিছু মানুষ এতটা ও অসচেতন মূলক কাজ কিভাবে করতে পারে ? সেখানে ভারতবর্ষে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এটা যেন মানুষ বিনা কারণে বাড়ির বাইরে কিভাবে জমায়েত করতে পারে ?

এখন যদি এইসব মানুষদের শুভ বুদ্ধির উদয় না হয় তবে কি চোর পালানোর পরে এনাদের বুদ্ধির উদয় হবে ? এদের সমাজের প্রতি কি কোন দায়বদ্ধতা কর্তব্য জ্ঞানটুকু কি নেই ? এই গম্ভীর প্রশ্নগুলো কিন্তু থেকেই গেল। রইল সেই ভাইরাল ভিডিও

 

https://www.facebook.com/104218667810785/posts/132369711662347/

Related Articles