whatsapp channel
google news
নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি
Advertisements

লকডাউন অমান্য করে মসজিদে জমায়েত! জনতা ছত্রভঙ্গ করতে পুলিশি অভিযান

করোনা ভাইরাস এর জন্য দেশের সকলেই নিজেদের হোম কোয়ারেন্টাইন এ রেখেছেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশের বর্তমান অবস্থা আশঙ্কাজনক।সতর্কতার কথা ভেবে বর্তমানে গোটা দেশেই লক ডাউন ঘোষনা করা হয়েছে ।কিন্তু তাতেও…

Published By: Web Desk | Updated:
Advertisements

করোনা ভাইরাস এর জন্য দেশের সকলেই নিজেদের হোম কোয়ারেন্টাইন এ রেখেছেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশের বর্তমান অবস্থা আশঙ্কাজনক।সতর্কতার কথা ভেবে বর্তমানে গোটা দেশেই লক ডাউন ঘোষনা করা হয়েছে ।কিন্তু তাতেও মানুষ এর মতি ফিরছে না চলছে অবুঝ এর মতো কাজ। পুলিশের চোখ ফাকি দিয়ে চলছে জমায়েত।

আপনার জন্য নির্বাচিত

শুক্রবার জুম্মা বারের মুর্শিদাবাদের এক মসজিদে এমনই চিত্র ধরা পরল সোশ্যাল মিডিয়াতে ।একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে করোনা আতঙ্ককে উপেক্ষা করে মুর্শিদাবাদের কাঁদিতে গোপিনগর মসজিদের প্রার্থনা করার জন্য অসংখ্য মানুষের জমায়েত হয়েছে। তাদের সতর্ক করতে হিমশিম খাচ্ছেন রাজ্যের পুলিশ প্রশাসন এই ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশের তরফে বলা হয়েছে যে ওই জমায়াতের খবর তাদের কাছে যেতে পুলিশ বাহিনী দিয়ে জনতাকে ছত্রভঙ্গ করে বাড়ি পাঠায়।

লোকজনকে সজাগ হওয়ার অনুরোধ করার পাশাপাশি এই ঘটনার পর রাজ্য পুলিশের সাব ডিভিশনাল অফিসার কে এস রাজ জানিয়েছেন আগামী দিনে এই ধরনের জমায়েত হলে কঠোর শাস্তি দেওয়া হবে। চাপে পড়ে গ্রামবাসীদের সামনে ইমাম ঘোষণা করেন করোন পরিস্থিতিতে সতর্ক থাকতে লকডাউন চলাকালীন বাড়িতে বসেই নামাজ পড়তে হবে আপাতত বন্ধ থাকবে মসজিদের দরজা।

প্রসঙ্গত তবে এই ভিডিও কে হাতিয়ার করে রাজ্য সরকারকে আক্রমণ করেছে বিজেপি নেতারা। তাদের বক্তব্য যেখানে মুখ্যমন্ত্রী নিজেই ফুল ও পানের বাজার মিষ্টির দোকান খোলার কথা বলেছেন সেখানে আর কি বলার থাকতে পারে। এছাড়া কেন্দ্র হাজারটি করোনা টেস্ট কিট পশ্চিমবঙ্গে পাঠিয়েছে সেগুলো আজ অব্যবহৃত অবস্থায় পড়ে আছে এমনটাই দাবী করেছেন।