লকডাউন দেশ! সুযোগ বুঝে ভিন্ন ধর্মের প্রেমিকের সঙ্গে পলাতক তরুণী

Advertisement

যতই আমরা বলি মনুষ্যত্ব প্রধান ধর্ম কিন্তু তারপরেও কি আজ এই ধর্ম বিভেদ থেকে মানুষের মন মুক্ত হতে পেরেছে? করোনা সংক্রমণ এড়াতে দেশজুড়ে চলছে লকডাউন কিন্তু তার জেরে তো আর প্রেম থেমে থাকতে পারে না। তাই ভালোবাসার এই সূত্র ধরেই ধর্ম বিভেদ ভুলে গিয়ে কেরলের কোজিকোড জেলার কাছাকাছি থামারাসেরি এলাকার বাসিন্দা এক তরুণী পালালেন তার প্রেমিকের সঙ্গে এইদিকে খবর জানাজানি হওয়ার পর রেগে আগুন তাঁর বাবা। কারণ মেয়েটি যার সাথে পালিয়েছে সে হল ভিন্ন ধর্মের এক তরুণ।

Advertisements

কোন উপায় না দেখে তাই লকডাউন কে হাতিয়ার করেছে মেয়েটির বাবা। লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করে পালিয়েছে মেয়ে এই অভিযোগে আদালতের দ্বারস্থ হন এই বছর একুশের ওই মেয়েটির বাবা। তদন্তে নামার পর পুলিশ তাদেরকে পাকড়াও করে আর সূত্রের খবর গত শনিবার 23 বছরের প্রেমিকের সঙ্গে বেপাত্তা হয়ে যায় ওই তরুণী।

Advertisements

মেয়েটি জানায় ভিন্ন ধর্মের ছেলে হবার কারণে আগে থেকেই তার পরিবার ওই প্রণয় সম্পর্কের বিরুদ্ধে ছিল তাই তারা এই পদক্ষেপ গ্রহণ করে পুলিশ ওই দুজনকে ধরে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করে কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের ছেড়ে দিতে বাধ্য হয় প্রশাসন। ওই তরুণীকে আদালতে হাজির করা হলে তিনি বলেন যে স্বেচ্ছায় তিনি পালিয়ে গেছেন। তবে আদালতের নির্দেশে পুলিশ করোনা সংক্রমণ বন্ধের যে লকডাউন ডাউন জারি করা হয়েছে তা লঙ্ঘনের দায়ে প্রেমিক প্রেমিকা উভয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

Related Articles