লকডাউনে সারা দেশে শুরু কাজ, ছাড়ের তালিকা দিলো কেন্দ্র সরকার

করোনা ভাইরাস প্রতিরোধের সারা দেশে এই মুহূর্তে চলছে লকডাউন। এই লকডাউন জারি থাকার কথা রয়েছে আগামী ৩ রা মে পর্যন্ত। মার্চ মাসে কার্ফু জারি হওয়ার এবং তারপরে লকডাউন শুরু হওয়া, সেই সময় থেকে বন্ধ রয়েছে সমস্ত কর্মসংস্থান, দোকান, বাজার, ছোট, বড় শিল্প সবকিছুই। এইভাবে চলতে চলতে দেশের অর্থনীতি অবস্থান সঙ্কটময় পরিস্থিতিতে এসে পৌঁছেছে। আর কিছু দিন এভাবে চললে অনুমান করা হচ্ছে দেশের অর্থনীতি ব্যবস্থা একেবারে মুখ থুবরে পড়বে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ২০ এপ্রিল দেশের পরিস্থিতি বিবেচনা করে কিছু কিছু কর্মক্ষেত্র পুনরায় শুরু করার কথা ঘোষণা করবে কেন্দ্র সরকার। কোন কোন কর্মক্ষেত্রগুলি পুনরায় চালু করা যেতে পারে তার একটি তালিকা তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। দেখে নিন কোন কোন পরিষেবা চালু করা হবে আগামী ২০ এপ্রিলের পর থেকে।
আগামী ২০ এপ্রিলের পর থেকে চালু করা হবে- আয়ুষ-সহ সব স্বাস্থ্য পরিষেবা, কৃষি ও বাগান পরিচর্যা, সমুদ্র-সহ অন্য জলাশয়ে মৎস্য উৎপাদন ও প্রতিপালন, সর্বাধিক ৫০% কর্মী নিয়ে রোপণ শিল্প, চা, কফি আর রাবার রোপণ, পশু খামার ও প্রতিপালন, আর্থিক ক্ষেত্র, সামাজিক ক্ষেত্র, জন-প্রয়োজন পরিষেবা যেমন-বিদ্যুৎ, পানীয় জল, টেলি-যোগাযোগ, পোস্টাল, আন্তঃ রাজ্য এবং আন্তঃ জেলা পণ্য ওঠানো-নামানো, অনলাইন ক্লাসরুম/ ডিসট্যান্স ক্লাসরুম, নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ,বাণিজ্যিক এবং বেসরকারি সংস্থার কাজ, ছোট বড় সরকারি এবং বেসরকারি শিল্প ও শিল্প সংস্থা, নির্মাণ কাজ।
এছাড়া জরুরি প্রয়োজনে ব্যবহার করা যাবে বেসরকারি গণপরিবহণ, চিকিৎসা ও পশু চিকিৎসা কেন্দ্র, জরুরি সামগ্রির জোগানে পরিবহণ ব্যবস্থা। তবে এসব চিত্র চালু হলেও লোকজনের নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করতে হবে। এই সমস্ত কর্মক্ষেত্রের উপর পুলিশ-প্রশাসনের থাকবে কড়া নজর।