Advertisements

লকডাউনে মানবদরদি পুলিশ, ক্যান্সার আক্রান্তের ওষুধ পৌঁছতে ৪৩০ কিলোমিটার পথ পারি

Advertisements

করোনা ভাইরাস প্রতিরোধে দেশজুড়ে যে লকডাউন জারি করা হয়েছে তা কার্যকর করতে কড়া ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। লকডাউনের নিয়ম ভঙ্গ করে রাস্তায় বেরোলে শাস্তিস্বরূপ পুলিশ কখনো লাঠিচার্জ করছে, আবার কখনো রাস্তায় কান ধরে উঠবস করাচ্ছে। তবে শুধু শাস্তি নয়, যথাযথ কারণে পুলিশের সংবেদনশীল মানবিক রূপ দেখেছে দেশের সাধারণ মানুষ। আবার তেমনি এক মানবিকতার পরিচয় দিলেন এক পুলিশ হেড কনস্টেবল।

কর্ণাটক থেকে ধারাওয়াদ মোট ৪৩০ কিলোমিটার দীর্ঘ পথ বাইক চালিয়ে ক্যান্সারে আক্রান্ত এক বৃদ্ধ রোগীকে ওষুধ পৌঁছে দিলেন ওই পুলিশ কনস্টেবল কুমারাস্বামী। এই কাজে ব্যাঙ্গালোর সিটি পুলিশ টুইটে ওই পুলিশ কনস্টেবল কে অভ্যর্থনা জানিয়েছে। ব্যাঙ্গালোর পুলিশ কমিশনার ভাস্কার রাও শংসাপত্র দিয়ে ওই পুলিশকর্মীকে উৎসাহিত করেছেন। এর আগেও ঠিক এমন একটি ঘটনা গত মাসের শেষ দিকে ঘটে। লো ব্লাড সুগারের সমস্যায় ভোগা ৮০ বছরের বৃদ্ধার বাড়িতে এক বাক্স মিষ্টি পৌঁছে দিয়েছিল এক স্টেশন হাউস অফিসার।

অসুস্থ ওই বৃদ্ধ রামচন্দ্র প্রসাদ কেশরী তাঁর অসুস্থতা কথা জানিয়ে পুলিশকে ফোন করলে স্টেশন হাউস অফিসার সন্তশ সিংহ আগে পিছে কিছু না ভেবে তড়িঘড়ি মিষ্টি নিয়ে পৌঁছে যান ওই বৃদ্ধের বাড়িতে। লকডাউন চলাকালীন পুলিশের এরকম অনেক মানবিক রূপ সামনে এসেছে।

Related Articles