লকডাউনে বাড়ছে বেকারত্ব, হ্রাস টানতে বড় পদক্ষেপ কেন্দ্র সরকারের

Advertisement

করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশে জুরে যে লকডাউন চলছে, এই পরিস্থিতিতে প্রচুর মানুষের কর্মহীন হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়টি মাথায় রেখে দেশের বেকারত্বের সংখ্যা কমাতে নতুন ঘোষণা করলো কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড। গ্র্যাজুয়েট, পোস্ট-গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা হোল্ডারদের জন্য নতুন চাকরির খোঁজ দিচ্ছে কেন্দ্রীয় সরকারের এই সংস্থা। চলতি মাসের ৫ তারিখ থেকে পাওয়া যাবে চাকরির আবেদনপত্র এবং জমা দেওয়ার শেষ তারিখ চলতি মাসের ২৫ তারিখ।

Advertisements

সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের আওতায় রয়েছে পরিবেশ-বন ও জলবায়ু পরিবর্তন। দেশজুড়ে লকডাউন চলায় এই কাজের বিভিন্ন পদের জন্য ভারতীয় নাগরিকদের অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে। এই দপ্তরে রয়েছে বেশ অনেকগুলি শূন্য পদ। পদ গুলি ও পদে শূন্য সংখ্যা হল- সায়েনটিস্ট ‘বি’-১৩, জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট: ২, সিনিয়র টেকনিশিয়ান: ৬, ডেটা এন্ট্রি অপারেটর: ২, জুনিয়র টেকনিশিয়ান: ২, জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট: ৭, লোয়ার ডিভিশন ক্লার্ক: ১৩, অ্যাটেনডেন্ট: ৩। প্রতিটি পদের জন্য জরুরি প্রয়োজনীয় কোয়ালিফিকেশন ও যথেষ্ট অভিজ্ঞতা। যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের আবেদন একান্ত ভাবে কাম্য।

Advertisements

অনলাইনে আবেদন করার সময় আবেদনকারীদের অ্যাপ্লিকেশনের সঙ্গে ডকুমেন্ট এবং সার্টিফিকেটের স্ক্যান কপি আপলোড করতে হবে না। লিখিত পরীক্ষার সময় ভেরিফিকেশনের জন্য পরীক্ষার্থীদের আসল ডকুমেন্টস ও প্রয়োজনীয় সার্টিফিকেট আনতে হবে। আবেদন পত্রে পরীক্ষা ও আবেদন সম্পর্কিত সমস্ত তথ্য লেখা থাকবে।

Related Articles