লকডাউনে খুলে গেল ‘ফ্রি সবজি বাজার’! এখানে বিনামূল্যে পাবেন ব্যাগভর্তি বাজার

Advertisement

করোনা মোকাবিলায় ২১ দিনের লকডাউনে চলছে দেশ। বন্ধ কলকারখানা, যানবাহন, ভেঙে পড়ছে দেশের অর্থনৈতিক পরিকাঠামো। কর্মহীন হয়ে পড়েছেন দেশের কোটি কোটি মানুষ। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন দিনমজুর খেটে খাওয়া শ্রমিকরা। দেশের এমন পরিস্থিতিতে দুস্থ অসহায় মানুষদের মুখে খাবার তুলে দিতে যথাসাধ্য চেষ্টা করছে কেন্দ্র সরকার থেকে শুরু করে রাজ্য সরকার। সাহায্যার্থে পথে নেমেছেন ক্রিকেটার থেকে শুরু বলিউড ও টলিউড তারকারা। তার অসহায় মানুষদের সাহায্য করতে এগিয়ে আসছেন বহু স্বেচ্ছাসেবী সংস্থা ও সাধারণ মানুষ।

Advertisements

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তেমনই একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে, সারি সারি করে দাঁড় করানো কতগুলি ভ্যানে সাজানো গোছানো রয়েছে অনেক টমেটো, বাঁধাকপি, লাউ ছাড়াও অন্যান্য বেশকিছু সবজি। আর তার সামনে বড়বড় করে লেখা রয়েছে ‘ফ্রি সবজি বাজার’। এখন থেকে একদম বিনামূল্যে বাজার নিয়ে যেতে পারবেন দুস্থ অসহায় মানুষেরা।

Advertisements

যদিও ছবিটি কোথাকার তা জানা সম্ভব হয়নি। তবে যেখানকারই হোক না কেন, দেশের এমন বিপর্যয়ের সময় গরিব দুঃখীদের সাহায্য করতে এমন বিশেষ উদ্যোগ নিয়েছে কিছু মানুষ এটাই বড় ব্যাপার। সকলেরই উচিৎ এমন মর্মান্তিক পরিস্থিতিতে নিজের ক্ষমতা থাকলে না খেতে পাওয়া মানুষদের মুখে একটু খাবার তুলে দেওয়া।

Related Articles