নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি

লকডাউনে ঝকঝকে আকাশ! উদয় হবে ‘সুপার মুন’

করোনা আতঙ্কের মধ্যে পৃথিবী বুকে চাঁদ দেখাবে তার রহস্যকথা।মায়াময় হয়ে উঠতে চলেছে চাদ। পৃথিবীর চারদিকে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে চলেছে চাদ। সেই চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী এসে পৌঁছায় তখন পৃথিবী থেকে চাঁদ কে বৃহত্তম দেখায়।বছরের একটি নির্দিষ্ট পূর্ণিমার রাতে চাঁদ

Published By: Sangbad Safar Desk | Updated:

করোনা আতঙ্কের মধ্যে পৃথিবী বুকে চাঁদ দেখাবে তার রহস্যকথা।মায়াময় হয়ে উঠতে চলেছে চাদ। পৃথিবীর চারদিকে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে চলেছে চাদ। সেই চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী এসে পৌঁছায় তখন পৃথিবী থেকে চাঁদ কে বৃহত্তম দেখায়।বছরের একটি নির্দিষ্ট পূর্ণিমার রাতে চাঁদ পৃথিবীর কাছাকাছি এলে তবেই সুপারমুন দেখা যায়। এই রাতে চাঁদ পৃথিবী থেকে মাত্র 3 লক্ষ 56 হাজার 960km দূরে অবস্থান করে।

আপনার জন্য নির্বাচিত

এ বছর সুপারমুনের নাম করা হয়েছে গোলাপি চাদ ।এই গোলাপী চাদের মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে জগতবাসী।CNT এর প্রতিবেদন অনুসারে এটি দেখা যাবে 8th April অর্থাৎ কাল। সুপারমুনকে গোলাপি বলা হলেও তার আদতে গোলাপি রঙের নয় এই নামকরণ করা হয়েছে উত্তর আমেরিকার এক ধরনের ফুল ফ্লক্স সাবুলতার গোলাপি রঙের অনুকরণে ।এই বছরের সুপার মুখ বসন্তকালে দেখা যাচ্ছে আর ওই ফুল বসন্ত কালে ফোটে তাই এই নামকরণ।

ভারতে এই সুপারমুন দেখা যাবে 8th April সকাল 8 টা 50 মিনিটে। ভারতীয় সময় অনুসারে দিনের বেলা এই সুপারমুন আকাশে দেখা গেলেও খালি চোখে তা দেখতে পাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা।তাই ভারত থেকে সুপারমুন দেখতে ভরসা অনলাইন ওয়েবসাইট।বিভিন্ন ইউটিউব চ্যানেল এর মাধ্যমে এই সুপারমুনের লাইভ স্ট্রীম দেখা যাবে বলে জানা গেছে।