নিউজরাজ্য

লকডাউনে গৃহবন্দীদের জন্য শান্তিপুরে ঐতিহাসিক ব্রহ্মা পুজোর আয়োজন

নদীয়া:-প্রায় 200 বছর আগের সংস্কৃতি। নদীয়ার শান্তিপুরে আজও জনপ্রিয়তার সাথে এই দিনটার অপেক্ষায় থাকে হাজারো মানুষ। মূলত পাটের গুদামে আগুন লাগার হাত থেকে বাঁচাতে ব্রহ্মা পুজো শুরু হয়েছিল শান্তিপুরে। নারদমুনির শান্তিপুরবাসীকে এই পূজার নিমন্ত্রণ করতে যাওয়ার রীতি বড়ই অদ্ভুত! মজারও বটে। সামাজিক ব্যাধি ,রাজনৈতিক সংকীর্ণতা, প্রশাসনিক ব্যর্থতা, এমনকি বর্তমান প্রজন্মের মূল্যবোধ হীনতা স্পষ্ট করে ব্যাঙ্গার্থক ভাবে বিবেক চেতনাকে দংশন করার শুভ প্রয়াস সমাজের ক্ষেত্রে।

গানের কথা শিল্পী নিজেই লিখে, ময়ূরপঙ্খী গরুর গাড়ির উপর বসিয়ে, ঢোল কাশি সহযোগে, নারদ মুনি নৃত্যরত অবস্থায় পথের দু পাশের শ্রোতা দর্শকদের উদ্দেশ্যে মনোরঞ্জন করার ভঙ্গিমায় বোঝাতে সক্ষম হন আসল কথাটি। এই প্রথম লকডাউনের কারনে এবারের ব্রহ্মাপুজো শান্তিপুর বড়বাজার ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে সমস্ত আয়োজন বন্ধ রেখেছেন। কোনরকমে নিয়ম রক্ষা করে পাটপুজো হবে। আর ব্রহ্মার অধিবেশন মানে জলসাধতে যাওয়া?

বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে মিডিয়ার সহযোগিতায় প্রকাশিত হলো গৃহবন্দী এই অনুষ্ঠানের।
রূপসজ্জা :- উজ্জল পাল
ছড়া লিখন:- রজত প্রামানিক
নারদমুনি :-বাবলা বসাক
ব্যবসায়ী সমিতি :-প্রসেনজিৎ সেন

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles