লকডাউনে খাদ্যের অভাব, দুস্থ মানুষের জন্য খোলা হলো বিনামূল্যের বাজার

Advertisement

নদীয়া:-মোটা সরু যাই হয়ে থাকুক, চালের আকাল মিটেছে অনেকটাই। কর্মহীন কিছু প্রান্তিক মানুষদের মুদি দোকানের বাজার কাঁচাসবজি কিনতে প্রাণ ওষ্ঠাগত। ঠিক এইরকমই পরিস্থিতিতে নদীয়া জেলার শান্তিপুর শহরের 11 নম্বর ওয়ার্ডের দাদ্দেপাড়া শতদল ক্লাব এর উদ্যোগে আজ সকালে বসেছিলো বিনামূল্যে বাজার।

Advertisements

প্রবেশ অনুমতি স্লিপ গত দুদিন ধরে বিভিন্ন মহল থেকে অনুসন্ধান করার পর মিলেছে প্রান্তিক মানুষদের। আজ সকালে নির্দিষ্ট পারস্পারিক দূরত্ব বজায় রেখেই সারা সপ্তাহের বাজার সংগ্রহ করেছেন তারা।

Advertisements

প্রসঙ্গত উল্লেখ থাকে এই শতদল ক্লাব ভলিখেলায় জেলার মধ্যে অন্যতম। সম্পাদক সোমনাথ কুন্ডু সভাপতি প্রসেনজিৎ দাস জানান, “প্রায় 200 মানুষকে অন্তত এক সপ্তাহের জন্য চিন্তা মুক্ত করতে পেরে, আমরা গর্বিত , এ বিষয়ে ক্লাবের সকল সদস্য আগামীতেও নিয়মিত পাশে থাকবেন।”

Related Articles