লকডাউনে খাদ্য সংকটে শান্তিপুরের যৌনকর্মীরা! পাশে দাঁড়ালেন স্থানীয় থানার ওসি এবং বিডিও

Advertisement

সরকারি নির্দেশ কে মানতা দিয়ে নিষিদ্ধ পল্লীর যৌন কর্মীরা প্রথম থেকে সিদ্ধান্ত নিয়েছিলেন রোগের প্রাদুর্ভাব ঠেকাতে , এবং নিজেরাও গৃহবন্দী থাকতে কর্মবিরতি ঘোষণা করেছিলেন। কিন্তু অনেকেরই নাম-ঠিকানা গোত্র পরিচয় পত্র কিছুই নেই, হলে মেলেনা সরকারি সহযোগিতা র রেশন। কিন্তু পরিবার নিয়ে চলবেন কি করে তারা? যদিও দু-একটি সংস্থা এ ব্যাপারে হাত বাড়িয়েছিলাম পূর্বেই। কিন্তু প্রয়োজনের তুলনায় তার সামান্য মাত্র।

Advertisements

বিভিন্ন মাধ্যমে সরকারি মহলে খবর পৌঁছায় , আজ এসডি ওর তত্ত্বাবধানে , বিডিও সুমন দেবনাথ, ওসি সুমন দাস বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে নিজেরা দাঁড়িয়ে থেকে খাদ্য সামগ্রী তুলে দিলেন প্রান্তিক যৌনকর্মীদের হাতে। প্রায় 200 মহিলা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই সুসজ্জিত লাইনের মাধ্যমে গ্রহণ করেন সহযোগিতা।

Advertisements

Related Articles