লকডাউনে আরও ছাড়, চলবে গাড়ি-মোটর বাইক! নতুন তালিকা প্রকাশ কেন্দ্রের

Advertisement

আজ ৪ ঠা মে অর্থাৎ সোমবার থেকে দেশজুড়ে তৃতীয় পর্যায়ের লকডাউন শুরু হয়েছে। তৃতীয় পর্যায়ের লকডাউন শুরু হওয়ার আগে দেশকে তিন ভাগে ভাগ করেছে কেন্দ্র। তিনটি ভাগ হলো- রেড জোন, অরেঞ্জ জোন ও গ্রিন জোন। তৃতীয় পর্যায়ের লকডাউনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কিছু কিছু এলাকায় বাইরে যাওয়ার ছাড় দিয়েছে। যে সমস্ত এলাকা গুলি গ্রীন জোনের আওতায় রয়েছে সেখানে ছাড়ের পরিমাণটা একটু বেশি। গ্রীন জোনে বেসরকারি পাবলিক বাস ও হলুদ ট্যাক্সি চলাচলের উপর ছাড় দেওয়া হয়েছে। যদিও রেড ও অরেঞ্জ জোনে শুধুমাত্র ব্যক্তিগত গাড়ি নিয়ে বেরোনো ছাড়পত্র রয়েছে।

Advertisements

স্বরাষ্ট্র মন্ত্রকের প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে ব্যক্তিগত গাড়িতে ড্রাইভার ছাড়া অতিরিক্ত দুজনের বেশি চলাচল নিষিদ্ধ। রেড জোনে মোটরসাইকেল এর ক্ষেত্রে পিছনের সিটে বসার ছাড়পত্র নেই। তবে অরেঞ্জ ও গ্রীন জোনে মোটর সাইকেলের পিছনে একজন বসে যেতে পারবে। রেড জোনে কোনরকম পাবলিক ট্রান্সপোর্টে এখনই চলাচল করবে না। গ্রীন জোনে বাস চললেও সর্বাধিক যাত্রী সংখ্যা থাকবে ২০।

Advertisements

সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে সমস্ত ধরনের যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। তবে সামাজিক দূরত্বের নিয়ম সব জায়গাতেই পালন করতে হবে। ৬৫ বছরের বেশি ১০ বছরের নিচে যাদের বয়স এবং গর্ভবতী মায়েদের কোনভাবেই বাইরে বেরোনোর অনুমতি নেই।

Related Articles