Advertisements

লকডাউনে অর্থ সংকট! ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ১০ লক্ষ টাকা, বড় ঘোষণা কেন্ডের

Advertisements

মহামারী এলে সর্বপ্রথম ধাক্কা খায় অর্থনীতি ধাক্কা খায় ব্যবসা আর সংস্থা বাচাতে সর্বপ্রথম বলি হয় কর্মীরা। করোনার কবলে পড়ে ভারতীয় শুরু হয়ে গিয়েছে এই সংকট। সরকার নিষেধ করলেও দেশের প্রায় সব প্রান্ত থেকেই কর্মী ছাঁটাই বেতন কাটছাটের খবর আসছে। এই পরিস্থিতিতে আশার আলো দেখাচ্ছেন প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা এই প্রকল্পে কোন গ্যারান্টি ছাড়াই ক্ষুদ্র ব্যবসার জন্য সর্বাধিক 10 লক্ষ টাকা ঋণ পেতে পারে সাধারণ মানুষ।

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা লোন পাওয়ার জন্য ব্যবসার প্রকৃতি ও পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত ভাবে জানাতে হবে ও আবেদনকারীকে ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করতে হবে। ঋণ নেওয়ার জন্য প্রয়োজনীয় সমস্ত নথিপত্র যেমন সাধারণ নথির পাশাপাশি ব্যাংকের সমস্ত নথি, ব্যবসায়িক পরিকল্পনা পত্র, প্রকল্পের প্রতিবেদন, ভবিষ্যতে আয় সম্পর্কিত আনুমানিক বিশ্লেষন, এই ঋণের মাধ্যমে আবেদনকারী কি কিভাবে উপকৃত হবেন তার একটি ধারণা দিতে হবে।

আবেদনকারী ব্যাঙ্কে প্রয়োজনীয় নথিসহ নির্দিষ্ট ফর্ম ভরে আবেদন জানাতে পারেন। আবেদনের ক্ষেত্রে উপরোক্ত নথি ছাড়া পরিচয় সম্পর্কিত নথি যেমন প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, আইডি কার্ড, অংশীদারী সম্পর্কিত দলিল, কর নিবন্ধকরণ, ব্যবসার লাইসেন্স ইত্যাদি একাধিক নথি প্রস্তুত রাখতে হবে। এছাড়াও ঠিকানার প্রমাণপত্র হিসেবে টেলিফোনের বিল বিদ্যুতের বিল সহ আবেদনকারীর ছবি ব্যবসার যে সামগ্রী আপনি কিনতে চান সেই সঙ্গে নিজের ও ব্যবসা সম্পর্কিত যাবতীয় তথ্যের নথি জমা দিতে হবে।

2 লক্ষ টাকার বেশী ঋণের ক্ষেত্রে বিগত 2 বছরের ব্যালেন্সে এবং প্রজেক্ট ব্যালেন্স সিট জমা দিতে হবে। ওই আবেদন যদি গ্রহণযোগ্য হয় সেক্ষেত্রে ব্যাংক ঋনের অনুমতি দেবে এবং আবেদনকারীকে একটি মুদ্রা কার্ড প্রদান করবেন ঋণের সুদের হার থাকবে বার্ষিক 10 থেকে 12 শতাংশ। ঋণ পরিশোধের মেয়াদ পাঁচ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে।এ সম্পর্কিত আরো জানার জন্য ক্লিক করুন http://mudra.org.in

Related Articles