লকডাউনে অর্থ সংকট, অটল পেনশন যোজনায় বড় ঘোষণা কেন্দ্রের

করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। আয়ের রাস্তা বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়েছে দেশের সরকার সহ গোটা দেশবাসী। এরমধ্যে অটল পেনশন যোজনা নিয়ে বড় সিদ্ধান্ত নিলো কেন্দ্র। পেনশন ফান্ড রেগুলেটরি এন্ড ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, যারা অটল পেনশন যোজনায় টাকা রাখেন, আগামী ৩০শে জুন পর্যন্ত তাদের কোনো টাকা জমা করতে হবে না।
উল্লেখ্য, পেনশন স্কীমে জমানোর জন্য কিস্তির টাকা গ্রাহকদের সেভিংস একাউন্ট থেকে একটি নির্দিষ্ট সময়ে কেটে নেওয়া হয়। আগামী ৩০শে জুন পর্যন্ত সেই টাকা যাতে কাটা না হয় তারই নির্দেশ দিয়েছে এই কেন্দ্রীয় সংস্থা। এইসময় টাকা জমা না করলেও দিতে হবে না কোনো অতিরিক্ত চার্জ।
এর পাশাপাশি একটি শর্তাবলী জারি করা হয়েছে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ৩০ শে জুন পর্যন্ত ছাড় দিলেও সেই টাকা জমা করতে হবে জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। অটল পেনশন যোজনা প্রধানত তাদের জন্য যারা আর্থিক ভাবে পিছিয়ে। তাই তাদের নগদ টাকা যোগানের সমস্যার হাত থেকে বাঁচাতে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রে সংস্থা।