লকডাউনে অচল সংসার, হাল ফেরাতে ডিম বিক্রি করছে স্কুলের ‘ফার্স্ট বয়’

Advertisement

করোনার জেরে কবলে গোটা বিশ্ব। মারণ ভাইরাসের হাত থেকে বাঁচতে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে মোদি সরকার। বন্ধ যান চলাচল, নেই কাজ। দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। লকডাউনে সংসারের অভাব মেটাতে বাজারে ডিম বেচতে বসে পড়লো দ্বাদশশ্রেণীর ‘ফার্স্ট বয়’

Advertisements

সূত্রের খবর, মালবাজারের অয়ন নামের একটি ছেলে বাজারে বসে ডিম বেচছে। অয়ন হল মালবাজারের আদর্শ বিদ্যাভবনের ‘ফার্স্ট বয়’, সে এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। যাতে তাকে কেউ চিনতে না পারে তার জন্য মুখে পড়েছে মাস্ক। অয়নের বাবা দীনেশবাবু পেশায় একজন দর্জি। লকডাউনের জেরে বন্ধ তার দোকান। সংসার সামলাতে মালবাজারের বাজারগুলিতে সবজি বিক্রি করতে শুরু করেছেন তিনি। বাবাকে সাহায্য করতে ছেলে অয়ন বাজারে বসে ডিম বেচছে।

Advertisements

এই খবর সামনে আসায় অয়নের স্কুলের প্রধান শিক্ষক বলেছেন যে অয়নের মতো মেধাবী ছাত্রের এরকম অবস্থায় তাঁরা কিছু উপায় বার করার ব্যবস্থা নেবেন। অয়নের বাবা খুব কষ্টের সাথে বলছেন যে ছেলে রাস্তায় বসে ডিম বেচবে তা তিনি কোনোদিন চাননি। কেউ ডিম কিনতে এলে অয়ন তাঁর দিকে ঠিকমতো তাকায় না, যদি সে চিনে ফেলে যে এটা অয়ন!

Related Articles