লকডাউনের সুফল! সচিত্র ধরা পড়লো কলকাতায়

করোনাভাইরাস এর জেরে বিশ্বজুড়ে কঠিন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে সাধারণ মানুষ । ইতিমধ্যেই লাল সর্তকতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । ভাইরাসের প্রকোপ এ আক্রান্ত হয়েছে লক্ষাধিক মানুষ আর এই কারণেই সতর্কতার কথা ভেবে লকডাউন চলছে দেশ জুড়ে কিন্তু এই আতঙ্কের পরিস্থিতির মধ্যেও পরোক্ষভাবে পরিবেশের উন্নতি সাধন হয়েছে ।যেমন ভেনিসে জলের নিচে পরিষ্কারভাবে মাছ দেখা যাচ্ছে ভারতেও একই চিত্র রাস্তাঘাটে লোকজন নেই যান চলাচল বন্ধ শিল্পাঞ্চল বন্ধ এর ফলে গোটা দেশের দূষণ কমেছে।
এবার একই চিত্র ধরা পড়ল কলকাতাতেও। রাজ্যের দূষন নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ার ম্যান কল্যান রুদ্র জানিয়েছেন যে শহরের বিভিন্ন এলাকায় বায়ু দূষণের সূচক ঘোরাফেরা করছে 50 থেকে 100 এর মধ্যে। যা সন্তোষজনক স্তরেই রয়েছে ।সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন যে যদি বাইরের বানিজ্যে- র কর্মকাণ্ড কম হয় তাহলে পরিবেশেও তার প্রভাব পড়বে।
বোর্ডের আর এক কর্মী জানিয়েছেন গত নভেম্বর AQI যেখানে 400 তে পৌছে গেছিল সেখানে এখন বর্তমানে বাতাসে দূষণের মাত্রা অনেকটাই কমে গিয়েছে। যার ফলে নিঃশ্বাস নেওয়া স্বস্তিদায়ক হয়ে উঠেছে। লকডাউন এর ফলে বন্ধ কল-কারখানা চলছে না যানবাহন, ফলে তুলনায় আকাশও বেশী নীল ।
মঙ্গলবার সকালে যাদবপুর বায়ু নিরীক্ষণ স্টেশনের পরিমাপ অনুযায়ী লকডাউন এর অষ্টমদিনে একিউআই এর পরিমাপ ছিল 76। রবীন্দ্রভারতীতে ছিল 89 আর রবীন্দ্রসরোবরে 68।
পরিবেশবিদ সৌমেন্দ্র নাথ ঘোষ জানাচ্ছেন দূষণের মাত্রা কমার ফলে জমির স্তরে ওজনের পরিমান গত কয়েকদিনে কমেছে।