নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি

লকডাউনের সুফল! সচিত্র ধরা পড়লো পবিত্র গঙ্গায়

দেবপ্রিয়া সরকার : করোনা ভাইরাস প্রতিরোধে দেশজুড়ে যে লকডাউন জারি করা হয়েছে তার প্রভাব এবার গিয়ে পড়েছে গঙ্গার জলেও। করোনা ভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী গত ২৪ মার্চ থেকে দেশজুড়ে টানা ২১ দিনের লকডাউন জারি করা হয়েছে। এই লকডাউনের জেরে

Published By: Sangbad Safar Desk | Updated:

দেবপ্রিয়া সরকার : করোনা ভাইরাস প্রতিরোধে দেশজুড়ে যে লকডাউন জারি করা হয়েছে তার প্রভাব এবার গিয়ে পড়েছে গঙ্গার জলেও। করোনা ভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী গত ২৪ মার্চ থেকে দেশজুড়ে টানা ২১ দিনের লকডাউন জারি করা হয়েছে। এই লকডাউনের জেরে অত্যন্ত প্রয়োজনীয় কাজ ছাড়া দেশের ১৩০ কোটি মানুষ এই মুহূর্তে ঘর বন্দী অবস্থায় জীবন কাটাচ্ছেন। জরুরী কালীন পরিষেবা ছাড়া সমস্ত কিছু বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে পরিবেশ দপ্তর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী দূষণ কমে গিয়েছে অনেকাংশে। শুধু তাই নয় ২৪শে মার্চের পর থেকে দূষণ কমতে শুরু করেছে গঙ্গায়।

আপনার জন্য নির্বাচিত

বিএইচইউ-এর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি-র অধ্যাপক ড. পিকে মিশ্র সংবাদ সংস্থা এএনআই-কে জানান, “গঙ্গার দূষণের এক দশমাংশ আসে শিল্প থেকে। যেহেতু লকডাউনের জেরে শিল্পোৎপাদন এখন বন্ধ, তাই পরিস্থিতির উন্নতি হয়েছে অনেক। দূষণ কমে গিয়েছে চারিদিকে। আমরা গঙ্গায় ৪০-৫০ শতাংশ উন্নতি লক্ষ করেছি। এই উন্নতি অভাবনীয়।” তিনি আরো জানান যে, “১৫-১৬ মার্চ বৃষ্টি হওয়ায় গঙ্গার জলস্তর বেড়েছে। এর অর্থ গঙ্গার পরিষ্কার করার ক্ষমতা বেড়ে গিয়েছে। যদি আমরা ২৪ মার্চ থেকে শুরু লকডাউন এবং তার আগের পরিস্থিতির দিকে নজর রাখি তাহলে দেখব তাৎপর্যপূর্ণ উন্নতি হয়েছে।”

বারানসি স্থানীয় কিছু মানুষ গঙ্গার জলের এমন অভাবনীয় উন্নতিতে খুশি হয়ে জানিয়েছেন, “কিছুদিন আগে আমরা যে গঙ্গার জল ব্যবহার করেছি আর এখন যে গঙ্গার জল ব্যবহার করছি সেই দুটোর মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। এখনকার জল কত পরিষ্কার। এর একটাই কারণ কলকারখানা বন্ধ রয়েছে। মানুষ কেন ঘাটে খুব একটা স্নান করতে আসছে না। আরো কিছুদিন এমনটাই চলতে থাকলে আশা করছি গঙ্গার জল আগের মতোই পরিষ্কার ও স্বচ্ছ হয়ে উঠবে।” তবে শুধু বারানসি নয় এরকম অনেক জায়গার মানুষের গঙ্গার জলের এইরূপ উন্নতি দেখে অত্যন্ত আনন্দ প্রকাশ করেছে। আমাদের দেশের গঙ্গা কে মাতৃ রূপে পূজা করা হয়। সেই মা এর আগের অপরিচ্ছন্ন রূপ থেকে পরিচ্ছন্ন রূপ ধারনে খুশি সারাদেশের মানুষ।