লকডাউনের সুফল পাবে গোটা বিশ্বের মানুষ! জেনেনিন বৈজ্ঞানিক যুক্তি

এক করোনার জেরে লকডাউন বিশ্বের বহু দেশ। বন্ধ কলকারখানা, যানবাহন। রাস্তায় দেখা যাচ্ছেনা নিত্যদিনের ভিড়। কোটি মানুষের আনাগোনা। গাড়ি, কলকারখানার কালো ধোঁয়ার হাত থেকে রক্ষা পাচ্ছে প্রাকৃতিক পরিবেশ। দূষণের ফলে বাতাসে প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পাচ্ছিলো কার্বন ডাই অক্সাইডের পরিমান। লকডাউনের ফলে তালা পড়েছে পরিবেশ দূষণে।
বিজ্ঞানীরা জানাচ্ছেন, লকডাউনের ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইড কমেছে খুব দ্রুত হারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দূষণের মাত্রা এমনটা কখনো কমে যায়নি। লকডাউনের এই কয়েক মাসে বাতাসে দূষণের মাত্রা কমেছে প্রায় ৫ শতাংশ। ২০০৮ সালে অর্থনৈতিক মন্দার পরেও এতোটা কমেনি। বিশ্বে করোনাভাইরাসের আক্রমণে মানুষের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি অন্য দিকে ভালো হচ্ছে। দিন দিন পৃথিবীর ওজন স্তর সেরে উঠছে, প্রাণীরা নিজের মতন করে ঘুরে বেড়াচ্ছে, পরিবেশে দূষণের মাত্রা অনেকটা কমেছে।
প্রযুক্তিগত উন্নতির দিক থেকে বিশ্ব যত এগিয়ে যাচ্ছে পরিবেশ দূষণের মাত্রা তত বেড়ে যাচ্ছে। এই সময়ে লকডাউন মানুষের সুস্থভাবে জীবন যাপন করার জন্য একটি সুন্দর পরিবেশ গড়ে দিচ্ছে।