লকডাউনের সুফল! কলকাতার গঙ্গায় দেখা মিললো বিলুপ্তপ্রায় প্রাণীর

করোনাভাইরাস এর জেরে বিশ্বজুড়ে চলছে লকডাউন, মানুষ এখন গৃহবন্দী। কিন্তু এই পরিস্থিতির মধ্যেও পরোক্ষভাবে পরিবেশের উন্নতি সাধন হয়েছে। সবাদসূত্রে খবর ভারতে রাস্তাঘাটে লোকজন নেই যান চলাচল বন্ধ শিল্পাঞ্চল বন্ধ এর ফলে গোটা দেশের দূষণ কমেছে, আকাশের রঙ তুলনামূলক বেশী নীল। আবার গঙ্গার জল ও প্রায় পানযোগ্য হয়ে উঠেছে। কিছুদিন আগে একটি ভিডিও তে দেখা গিয়েছিল দক্ষিণ আফ্রিকার কেপটাউনে হেটে বেরোচ্ছে পেঙ্গুইন যা সাধারনত দেখা পাওয়া দুষ্কর।
সম্প্রতি আবার দেখা মিলেছে ডলফিন গঙ্গার শুশুকের, একসময় তাদের ঝাকে ঝাকে দেখা যেত কিন্তু সময়ের সাথে সাথে তারা বিলুপ্তপ্রায় প্রাণী দের তালিকায় চলে গেছে। এটি সাধারণত বিভিন্ন নদীতে দেখা যেত যেমন গঙ্গা ঘর্ঘরি মেঘনা ব্রহ্মপুত্র কর্ণফুলী প্রভৃতি। চোখের আড়ালে চলে যাওয়া এই প্রানীর আবার দেখা মিলেছে কলকাতার বাবু ঘাটের প্রিন্সেপ ঘাটে। বিশেষজ্ঞদের মতে সবটাই হয়েছে লকডাউনের জন্য, এখন দূষণের মাত্রা অনেকটাই কম তাই তারা আবার ফিরে এসেছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন এই ডলফিনরা একে অপরের সাথে আলট্রা সাউন্ড সিস্টেমের মধ্যে কথা বলে থাকে। কিন্তু গঙ্গার বীভৎস দূষণ তাদের সেখান থেকে অন্য জায়গায় যেতে বাধ্য করেছে। বিভিন্ন বর্জ্য পদার্থ দূষিত তরল ভয়ংকর আওয়াজ তাদের বসবাসের অযোগ্য হয়ে উঠছিল।এ কারনেই তারা সেখান থেকে পালিয়ে গেছে। কিন্তু বর্তমানের লকডাউন এরফলে চারিদিক শান্ত এর ফলে তারা আগের মতোন আল্ট্রা সাউন্ড সিস্টেমের দ্বারা বুঝে ফেলছে কোথায় মাছের ঝাঁক আছে কোথায় তাদের শিকার আছে আর এ কারণেই তাদের আবার দেখা মিলছে।