লকডাউনের মেয়াদ বৃদ্ধি! ৭ ই মে পর্যন্ত বন্ধ তেলেঙ্গানা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

করোনার মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। ১৪ই এপ্রিল পর্যন্ত জারি ছিল লকডাউন। দেশে করোনার প্রকোপ বেগতিক দেখে লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় মোদি সরকার। দ্বিতীয় দফায় লকডাউন চলবে ৩ মে পর্যন্ত। এরই মধ্যে ফের লকডাউন বাড়ানোর সিদ্দান্ত নিলো কেসিআর সরকার। আগামী ৭ই মে পর্যন্ত লকডাউন থাকবে তেলেঙ্গানা।
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও জানিয়েছেন তেলেঙ্গানায় আগামী ৭ই মে তারিখ পর্যন্ত জারি থাকবে লকডাউন। ৫ই মে রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখবে সরকার। তিনি আরো জানিয়েছেন এই কয়দিন আরো কঠোর কড়া হবে লকডাউনের নিয়ম বিধি। মানতে হবে রাজ্যবাসীকে। এই বিষয়ে আমরা রাজ্যের সকল মানুষের কাছে আবেদন জানিয়েছি।
Telangana Cabinet decides to extend #CoronavirusLockdown in the State till May 7. The cabinet will take stock of the situation on May 5. pic.twitter.com/Dm44gLA4TX
— ANI (@ANI) April 19, 2020