whatsapp channel
google news
নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি
Advertisements

লকডাউনের মাঝেই শুরু টিকিট বুকিং! কবে চালু হচ্ছে এইসব পরিষেবা?

লকডাউন এখনো শেষ নয়। দেশজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। শেষ হবে ১৪ই এপ্রিল। লকডাউন চলাকালীন এতদিন বন্ধ ছিল রেল ও বিমান টিকিট বুকিং। লকডাউনের সময় সীমা বাড়বে কিনা ধন্ধে থেকে…

Published By: Web Desk | Updated:
Advertisements

লকডাউন এখনো শেষ নয়। দেশজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। শেষ হবে ১৪ই এপ্রিল। লকডাউন চলাকালীন এতদিন বন্ধ ছিল রেল ও বিমান টিকিট বুকিং। লকডাউনের সময় সীমা বাড়বে কিনা ধন্ধে থেকে টিকিট বুকিংয়ের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেইনি রেল ও বিমানের কোনো সংস্থা। কেন্দ্রীয় সরকার পক্ষ থেকে জানানো হয়েছে লকডাউনের মেয়াদ বাড়ানো নিয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নেই। কেন্দ্রের এই ঘোষণার পরেই ১৫ই এপ্রিল থেকেই রেল ও বিমানের টিকিট বুকিং নেওয়া শুরু করে দিলো রেল ও বিমানের বিমানের সংস্থা গুলি।

আপনার জন্য নির্বাচিত

একটি সর্বভারতীয় সংবাদ সংস্থায় প্রকাশিত খবরে জানানো হয়েছে, ১৫ই এপ্রিল বা তার পরে যাত্রা করার জন্য টিকিট বুকিং করা শুরু করে দিয়েছে পশ্চিম রেল। বাকি বিভাগ গুলোতেও খুব তাড়াতাড়ি শুরু হবে রেলের টিকিট বুকিং পরিষেবা। বিমান সংস্থা গুলির তরফে এখনো অফিশিয়ালি কোনো ঘোষণা না হলেও স্পাইসজেট, ইন্ডিগো, গো এয়ারের ওয়েবসাইটে দেখা যাচ্ছে লকডাউন শেষের পরের দিন অর্থাৎ ১৫ই এপ্রিল বা তার পরের ডোমেস্টিক ফ্লাইটের টিকিট বুকিং করা যাবে।