লকডাউনের মাঝেই চালু হলো ট্রেন পরিষেবা! ছাড়পত্র দিলো কেন্দ্র

লকডাউনের কারণে দেশের বিভিন্ন রাজ্যে আটকে রয়েছে অন্যান্য রাজ্যের বহু শ্রমিক, পড়ুয়া, তীর্থযাত্রী ও পর্যটক। যান চলাচল বন্ধ থাকার কারণে ইচ্ছা থাকা সত্বেও নিজেদের বাড়িতে ফিরতে অক্ষম তারা। ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের নিজেদের রাজ্যে ফেরাতে অনুমতি দিয়েছে কেন্দ্র সরকার। কেন্দ্রের তরফ থেকে সবুজ সংকেত পাওয়ার পরেই ভিন রাজ্যের মানুষদের ফেরাতে শুরু করে দিয়েছে বহু রাজ্য।
কিন্তু শুধু মাত্র বাস বা অন্যান্য যান বাহনের মাধ্যমে সকল রাজ্যের মানুষদের ফেরানো সম্ভব নয়। সেই কারণে বিশেষ ট্রেন চালানোর দাবি জানিয়েছিল একাধিক রাজ্য। রাজ্য সরকারদের আর্জিতে সহমত দিলো কেন্দ্র। দেশের বিভিন্ন রাজ্যে আটকে থাকা মানুষদের তাঁদের নিজেদের রাজ্যে ফেরাতে বিশেষ ট্রেনের বন্দোবস্ত করলো কেন্দ্র সরকার।
আজ শুক্রবার থেকে দেশব্যাপী লকডাউনের মধ্যেই শুরু হল সেই ট্রেনের যাতায়াত। এদিন ভোর সাড়ে চারটের সময় তেলেঙ্গানা থেকে ঝাড়খণ্ডের দিকে রওয়ানা দিল প্রথম ট্রেনটি। লিঙ্গম পল্লি থেকে ঝাড়খণ্ডের হাতিয়া জেলা পর্যন্ত যাবে ট্রেনটি। ট্রেনে যাত্রী ছিল ১,২০০ জন।