Advertisements

লকডাউনের মধ্যেই ২০ এপ্রিলের পর রাজ্যে চালু হচ্ছে যেসব পরিষেবা

Advertisements

করোনা মোকাবিলায় বর্তমানে সারা দেশজুড়ে চলছে লকডাউন। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি গত ২৪ শে মার্চ থেকে দেশজুড়ে ২১ দিনের লকডাউন জারি করেন যা ওঠার কথা ছিল গতকাল অর্থাৎ ১৪ ই এপ্রিল। কিন্তু তার আগেই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের বৈঠকের আলোচনা করে লকডাউনের সময়সীমা বাড়িয়ে দেন। প্রথমে ঠিক করা হয় লকডাউন থাকবে ৩০ শে এপ্রিল পর্যন্ত। পরবর্তীতে সেই তারিখ বদলে ৩রা মে করা হয়। রাজা এখন প্রথম পর্যায়ে লকডাউন শেষ হয়ে দ্বিতীয় পর্যায়ে লকডাউন শুরু হয়েছে। ‌ দ্বিতীয় পর্যায়ের লকডাউন চলাকালীন নিত্য জীবনের অনেক কিছুতে ছাড় দিয়েছে রাজ্য। কোন কোন পর্যায় স্বাভাবিক থাকবে দেখেনিন একনজরে-

ছোট শিল্প, কৃষি, দোকান বাজার, ফুলের বাজার ইত্যাদির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এছাড়া কর্ম ক্ষেত্রে যে যে পরিসর গুলি লকডাউন আওতার বাইরে রাখা হয়েছে তা হল-

১: কৃষিক্ষেত্রে প্রয়োজনীয় যাবতীয় পরিষেবা।

২: দুগ্ধজাত দ্ৰৰ উৎপাদন ও সরবরাহের যাবতীয় পরিষেবা।

৩: মৎস্য চাষ, মৎস্য উৎপাদন ও সরবরাহের সমস্ত পরিষেবা।

৪: একশো দিনের লাগাতার কাজ শুরু করা হবে।

৫: ছোটো শিল্প ক্ষেত্র, জুটমিল ইট ভাটায় কাজ চালু হবে।

৬: খোলা হবে পোস্টাল পরিষেবা, পোস্ট অফিস। এরসঙ্গে ছাড় দেওয়া হবে তেল ও গ্যাস পরিষেবায়। খোলা হবে অঙ্গনওয়ারী কেন্দ্র।

এর পাশাপাশি বিশেষ ভাবে চর দেওয়া হয়েছে সাস্থ ও চিকিৎসা পরিষেবার সমস্ত ব্যবস্থায়।

Related Articles