লকডাউনের প্ল্যান ‘B’! ব্যাংক, ATM সহ একাধিক পরিষেবায় লাগু নয়া নির্দেশিকা

Advertisement

দেবপ্রিয় সরকার : লকডাউন চলাকালীন ব্যাঙ্ক ও ATM খোলার নিয়মে নতুন ঘোষণা করা হল। দেশজুড়ে লকডাউন চললেও জরুরিকালীন পরিষেবা হিসেবে স্বাভাবিক নিয়মে খোলা রাখা হবে ব্যাঙ্কের সমস্ত শাখা এবং ATM। ব্যাঙ্কিং পরিষেবা এবং ATM-এ নগদ রাখার কাজ ঠিক আগের মতই চালিয়ে যাবে ব্যাঙ্কিং ব্যবস্থাপনা সংস্থাগুলি। এই ক্ষেত্রে স্বাভাবিক নিয়ম ও সময় মেনে কাজ করার নির্দেশ জারি করা হয়েছে। তবে ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে সবকিছু স্বাভাবিক থাকলেও সোশ্যাল ডিসটেন্স বা সামাজিক দূরত্ব মেনে চলা আবশ্যক।

Advertisements

এই বিষয়টি নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে। এর জন্য ব্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা কর্মী মোতায়েনের দায়িত্ব নিতে হবে স্থানীয় প্রশাসনকে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দ্বারা নিয়ন্ত্রিত সমস্ত আর্থিক সংস্থা এনপিসিআই, সিসিআইএল, পেমেন্ট সিস্টেম এবং স্বতন্ত্র প্রাথমিক ডিলার পরিষেবা লকডাউনে চালু থাকবে বলে জানানো হয়েছে।

Advertisements

ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়া (IRDAI) এবং বিমা সংস্থাগুলিও তাদের কাজ স্বাভাবিক ভাবেই চালিয়ে যাবে। সমস্ত অনলাইন ব্যাঙ্কিং পরিষেবার কাজ স্বাভাবিক ভাবেই চালিয়ে যাওয়া হবে। শেয়ার বাজার এবং বন্ড বাজারও খোলা থাকবে লকডাউনে। তবে এই নিয়ম সেখানেই প্রযোজ্য হবে যে সমস্ত এলাকা গুলির করোনা স্পর্শকাতর নয়। অর্থাৎ করোনা স্পর্শকাতর এলাকা হিসেবে চিহ্নিত করে হটস্পট বলে ঘোষণা করা এলাকাগুলিতে এই নিয়ম প্রযোজ্য হবে না।

Related Articles