শিথিল হলো লকডাউন, মিলবে আরো ছাড়, ৫টি গুরুত্বপূর্ণ ঘোষণা কেন্দ্র সরকারের

দেশজুড়ে লকডাউন এর মেয়াদ বাড়িয়ে 3 মে করা হয়েছে। তবে এর মধ্যে ইঙ্গিত দেওয়া হয়েছিল 20 এপ্রিল থেকে দেশের কিছু কিছু ক্ষেত্র লকডাউন এর আওতার বাইরে রাখা হবে। সেইমতো 20 তারিখ থেকে দেশের কিছু কিছু জায়গায় কিছু পরিষেবা চালু হয়েছে। এবার ধীরে ধীরে লকডাউনের বিধিনিষেধ কিছুটা শিথিল হচ্ছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এক নতুন নির্দেশিকা জারি করেছে সেখানে বলা হয়েছে- রাজ্যগুলির পুরসভায় এলাকার বাইরে বসতিপূর্ন এলাকা এবং বাজার এলাকায় এখন থেকে দোকানপাট খোলা যাবে। শপস এন্ড এস্টাবলিশমেন্ট আইনের আওতায় যেসব দোকান নথিভুক্ত আছে তারা শনিবার থেকে ব্যবসা চালু করতে পারবে।
নতুন নির্দেশিকার ফলে পৌরসভা এলাকার বাইরে বাজার বা আবাসনের সব ধরনের দোকান খোলার অনুমতি পাচ্ছেন ব্যবসায়ীরা। তবে এর আওতার বাইরে থাকছে হটস্পট এলাকার সমস্তকিছু , এছাড়াও মল, সিনেমাহল, মলে থাকা সমস্ত দোকান, জিম, সুইমিং পুল, থিয়েটার, বার, অডিটোরিয়াম, সুপার মার্কেট গুলি। তবে দোকান খুললেও সোশ্যাল ডিসটেন্স বজায় রাখতে হবে এক মিটার দূরত্ব বজায় রাখতে হবে, মাস্ক পড়তে হবে।
একনজরে দেখে নিন কি কি পরিষেবা পাবেন আজ থেকে-
1) সেলুন খুলতে পারে তবে শপিং কমপ্লেক্স এর মধ্যে থাকা দোকানগুলি নয়।
2)ছোট ছোট টেলারিঙ শপ খোলা রাখতে পারবে
3) আবাসিক অঞ্চল ও আশেপাশে বাজারগুলির সমস্ত দোকান খোলা থাকবে
4)সমস্ত দোকানে ও বাজারে আগে যে পরিমাণ লোক কাজ করত এখন তার অর্ধেক শ্রমিক নিয়ে কাজ করতে পারবে।
5)ই কমার্স গুলি কেবল অত্যাবশ্যক পন্য ডেলিভারি দিতে পারবে।