নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি

লকডাউনের মাঝে কর্মী ছাঁটাই, বড়সড় ঘোষণা দক্ষিণ-পূর্ব রেলের

করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। বড়সড় বিপর্যয়ের সম্মুখীন দেশ। তার জেরেই কর্মী ছাঁটাই শুরু করলো রেল। দক্ষিণ-পূর্ব রেলের কলকাতা বিভাগে কর্মরত ৯১ জন নন-গেজেটেড ও ২ জন গেজেটেড কর্মীকে ছাঁটাই করার নির্দেশ দিয়েছে। দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকেই শুরু হয়েছে কর্মী

Published By: Sangbad Safar Desk | Updated:

করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। বড়সড় বিপর্যয়ের সম্মুখীন দেশ। তার জেরেই কর্মী ছাঁটাই শুরু করলো রেল। দক্ষিণ-পূর্ব রেলের কলকাতা বিভাগে কর্মরত ৯১ জন নন-গেজেটেড ও ২ জন গেজেটেড কর্মীকে ছাঁটাই করার নির্দেশ দিয়েছে। দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকেই শুরু হয়েছে কর্মী ছাঁটাই এর পর্ব। অন্যান্য ভারতীয় রেলের শাখায় এখনো পর্যন্ত কর্মী ছাঁটাইয়ের কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।

আপনার জন্য নির্বাচিত

সূত্রের খবর অনুযায়ী দক্ষিণ-পূর্ব রেলের কলকাতা বিভাগের যেসব কর্মীদের ছাঁটাই করা হচ্ছে তারা প্রত্যেকেই অবসরপ্রাপ্ত। কিন্তু পরে তাদের পুনরায় কাজে নিযুক্ত করা হয়েছিল। এবিষয়ে ওইসব কর্মীদের হোয়াটসআপ, এসএমএস বা ইমেলের মাধ্যমে নির্দেশ পাঠিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এর পাশাপাশি রেলের পক্ষ থেকে এটাও বলা হয়েছে যে এখন কাজের সেরকম চাপ নেই আর কর্মীদের বয়স ৬০-র বেশি তাই এখন আর তাদের কাজে রাখা যাবে না। পূর্ব রেলে এখন প্রায় দেড় হাজার নন গেজেটেড কর্মী ও বেশ কিছু কর্মী গেজেটেড হিসাবে রয়েছেন।

রেলের এই প্রয়াসকে সমর্থন করেছেন রেলকর্মীরাই। কারণ দেশে ক্রমাগত বাড়ছে বেকারত্বের সংখ্যা। চাকরি পাচ্ছেন না শিক্ষিতরা। অন্য দিকে অবসর প্রাপ্ত কর্মীরা বেতনের পঞ্চাশ শতাংশ পেনশন পান।