লকডাউনেও পাওয়া যাবে মদ! বড়সড় সিদ্ধান্ত সরকারের

প্রীতম দাস : করোনাভাইরাস জেরে দেশজুড়ে লকডাউন ঘোষিত করা হয়েছে। অত্যাবশ্যকীয় জিনিসের দোকান ছাড়া বাকি সমস্ত কিছু এই কদিন বন্ধ থাকবে এবং সবাইকে ঘরের বাইরে বেরোতে বারণ করা হয়েছে বিশেষ প্রয়োজন ছাড়া। এর ফলে নেশাতুর ব্যক্তিদের অনেকের অ্যাকিউট উইথড্রল সিনড্রোম দেখা দিয়েছে। এর জেরে অনেকে আত্মহত্যা করেছে বলে সূত্রের খবর। যার দরুন কেরালা সরকার ঘোষণা করেছে লকডাউন এর মধ্যে স্বল্প পরিসরে মদ বিক্রির অনুমতি দিয়েছে।
কেরালাতে ইতিমধ্যে বেশ কয়েকজন আত্মহত্যা করেছে মদ না পাওয়ার জন্য। তবে এই মদ কিনতে গেলে দোকানে দেখাতে হবে কোন রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন। একিউট উইথড্রল সিনড্রোম আক্রান্তদের জন্য মদ বা অ্যালকোহল বন্দোবস্ত করার জন্য আবগারি দপ্তর কে নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি যারা এই একিউট উইথড্রল সিনড্রোমে ভুগছে তাদের নেশা মুক্তি কেন্দ্র ভর্তি করে সরকারি খরচে চিকিৎসা করা হবে বলে জানিয়েছে কেরালার মাননীয় মুখ্যমন্ত্রী।