লকডাউনেও খামতি নেই! হু হু করে ছড়াচ্ছে করোনা! বর্তমান ভারতের পরিস্থিতি একনজরে

প্রীতম দাস : করোনাভাইরাস তার প্রভাব ক্রমশ বৃদ্ধি করেই যাচ্ছে গোটা বিশ্ব জুড়ে। এখন অব্দি 202 টি দেশে করোনা তার থাবা বসিয়েছে। করোনা ত্রাসে এখন গোটা বিশ্ব দিশেহারা। ভারতে এর মহামারী প্রভাব থেকে বাঁচানোর জন্য লকডাউন ঘোষণা করে দেয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 15 এপ্রিল পর্যন্ত। লকডাউন থাকা সত্ত্বেও কিছু মানুষের অসচেতনতা জন্য এর সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দেড় হাজার অতিক্রম করেছে। এরমধ্যে 102 জন সুস্থ হয়ে উঠেছে এই ভয়ংকর রোগ এর সাথে লড়াই করে। এখনো সারাদেশে এই রোগের প্রভাবে 35 জনের মৃত্যু ঘটেছে। সব থেকে বড় ব্যাপার হল এই রোগের নির্দিষ্ট কোন ওষুধ এখন অব্দি আবিষ্কার হয়নি। যার জন্য এই রোগ আতঙ্কের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ভারতে এখনো পর্যন্ত কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়নি বলে খবর কিন্তু লুদিয়ানা দিল্লিসহ একাধিক জায়গায় মানুষের বিশাল সমাগম বা জমায়েত বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। কারণ এই ধরনের জনসমাগম করোনা সংক্রমণ মাত্রাকে কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে। এর জন্য সমাজ ও দেশ কমিউনিটি ট্রান্সমিশনের মত বীভৎস পরিস্থিতির সম্মুখীন হতে পারে।
ভারতবর্ষের মতো জনবহুল দেশে যদি কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয় তাহলে তা অতি ভয়ঙ্কর রূপ নিতে পারে। আমেরিকা ইতালির মত দেশ এই ভাইরাসের মোকাবিলা করতে গিয়ে নাভিশ্বাস উঠে যাচ্ছে। আমেরিকা ইতালির মতো চিকিৎসা ব্যবস্থা ও সরঞ্জাম ভারতে অপ্রতুল। সুতরাং এমন পরিস্থিতিতে কমিউনিটি ট্রান্সমিশন শুরু হলে সেটাকে নিয়ন্ত্রণ করা কার্যত হাতের বাইরে চলে যেতে পারে। তাই বর্তমান পরিস্থিতির গুরুত্ব বিচার করে লকডাউন মেনে ঘরে থাকতে বারংবার নির্দেশ দিচ্ছে বিশেষজ্ঞ মহল।