লকআউট না মেনে মদ কিনতে রাস্তায় তিন যুবক! পুলিশের বেধড়ক মারে প্রাণে বাঁচার আর্জি! ভাইরাল ভিডিও

প্রীতম দাস : দেশে করনার প্রভাব যতই বাড়ছে তার সাথে পাল্লা দিয়ে মানুষের অসচেতনতা পরিমাণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রাজ্য সরকারের তরফ থেকে নির্দেশিকা জারি করে দেয়া হয়েছে অত্যাবশ্যকীয় প্রয়োজন ছাড়া কেউ যেন বাইরে না বের হয়। কিন্তু রাজ্য সরকারের সেই সমস্ত গাইডলাইন কে বুড়ো আঙ্গুল দেখিয়ে অনেকেই রাস্তায় বেরিয়ে পড়ছে বিনা অহেতুক কারণে। এমনই একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় দ্রুতগতিতে ভাইরাল হচ্ছে।
সূত্র অনুযায়ী খুব সম্ভবত ঘটনাটি তারাপীঠ অঞ্চলে। তিনজন যুবক স্কুটিতে চেপে বাইরে বেরিয়ে ছিল মদ কেনার উদ্দেশ্যে। আর রাস্তায় পুলিশের চেকিং এর সময় প্রশ্নের যথাযথ উত্তর দিতে না পারায় ও তাদের দোষ পুলিশের কাছে ধরা পড়ে যাবার পর নির্দেশনা অমান্য করার অপরাধে পুলিশ সেই ছেলেগুলির উপর বেধড়ক লাঠিচার্জ করে। তাদেরকে রাস্তায় কান ধরে উঠবস করতেও বলা হয়। ঘটনার ভিডিও ফেসবুকে পোস্ট হতে মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
https://www.facebook.com/100011329678360/videos/1363351004052542/