রেশনের চাল কতটা করে পাচ্ছে সাধারণ মানুষ! সত্যতা যাঁচায়ে তৃণমূল বিধায়ক

Advertisements
সাধারণের হাতে সরকারি খাদ্য সামগ্রী পৌঁছানোর তদারকিতে বিভিন্ন রেশনের দোকান বিধায়ক সমীর কুমার পোদ্দার। আজ সকাল থেকেই রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার প্রতিটি রেশন ডিলার পরিদর্শন করলেন বিধায়ক সমীর কুমার পোদ্দার। বিধানসভার প্রতিটি নাগরিক সঠিক পরিমাণে চাল পাচ্ছে কিনা এবং কি মানের চাল তাদের দেওয়া হচ্ছে তা তিনি খতিয়ে দেখেন।
তিনি এও বলেন কোন ডিলার এর সম্বন্ধে যদি কোন অভিযোগ তিনি পান তাহলে তৎক্ষণাৎ তিনি সেই ডিলারের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবেন। বেশ কিছু জায়গায় দেখা গেল, সঠিকভাবে গ্রাহকদের তথ্য পরিবেশন করতে না পারার ফলে, সরু মোটা চাল নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল বেশ কিছু জায়গায়। বিধায়ক সাবলীলভাবে তাদের বোঝাতে সক্ষম হন, ফলে সমস্যার সমাধান হয় অনেকটাই।