রাজ্যে বাড়ছে করোনার ভয়! এক দিনে নতুন করে আক্রান্ত ৩

Advertisement

রাজ্যে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩ জন। এদের ম9মধ্যে রয়েছেন একজন চিকিৎসকও। স্বাস্থ্য দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী ওই চিকিৎসক আলিপুর সেনার কমান্ড হাসপাতালের। সম্প্রতি ওই চিকিৎসকের লালা রস পরীক্ষা করে COVID-19 পজেটিভ পাওয়া গেছে। রাজ্যে প্রথম করোনায় আক্রান্ত হয়েছেন এক চিকিৎসক।

Advertisements

প্রাথমিকভাবে জানা গিয়েছে গত ১৭ ই মার্চ ওই চিকিৎসক দিল্লি থেকে ফিরেছিলেন। ফেরার পরই তিনি কিছুটা অসুস্থ বোধ করেন। গত দু’দিনে অসুস্থতার পরিমাণ বাড়ায় তার লালা রস পরীক্ষা করতে পাঠানো হয়। সেই লালা রসের পরীক্ষার ভিত্তিতেই তিনি করোনায় আক্রান্ত বলে জানা যায়। আপাতত তাকে কমান্ড হাসপাতালের আইসোলেশনেই রাখা হয়েছে। শুধু চিকিৎসক নয়, তার পরিবারের সকলকেই বর্তমানে কোয়ারান্টিনে রাখা হয়েছে। দিল্লিতে ওই চিকিৎসক কাদের সংস্পর্শে এসেছিলেন সে বিষয়ে খোঁজখবর চালানো হচ্ছে। প্রয়োজনে তাঁদেরও কোয়ারান্টিনে রাখার ব্যবস্থা করা হবে।

Advertisements

কমান্ড হাসপাতালের ওই চিকিৎসক ছাড়াও গতকাল করোনায় আক্রান্ত হয়েছেন কলকাতার বাসিন্দা ৬৫ বছরের এক বৃদ্ধ। এছাড়াও শেওরাফুলির বাসিন্দা ৫৬ বছরের এক ব্যক্তি। সূত্রের খবর, এই মাসের ১৬ তারিখ থেকে জ্বরের।সমস্যায় ভুগছিলেন তিনি। ২১ শে মার্চ জ্বর কিছুটা কমলেও ২২ শে মার্চ ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপরই তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত ভেন্টিলেশন রাখা হয়েছে তাকে। এর পাশাপাশি ওই ব্যক্তির পুরো পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই দিনে রাজ্যে ৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ জন।

Related Articles