রাজ্যে বন্ধ করা হবে রেশনের দোকান, সাফ জানিয়ে দিলো নবান্ন

Advertisement

রেশন নিয়ে রাজ্যের বিভিন্ন এলাকায় চলছে রাজনীতি। বিভিন্ন গোপন সূত্রের মাধ্যমে রাজ্য সরকারের কানে এমন খবর এসে পৌঁছেছে। এই ব্যাপারটির বিষয়ে আজ নবান্নে উচ্চ পর্যায়ের কমিটির বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এরকম চলতে থাকলে বন্ধ করে দেওয়া হবে রেশন দোকান। গোপন সূত্রে রেশন দোকানে এই অভিযোগ উঠেছে শেষে যে বিভিন্ন জায়গার নেতারা বাধা দিচ্ছে রেশন দিতে। এর‌ফলে রেশন পরিষেবা ঠিকমতো পাচ্ছে না সাধারণ মানুষ।

Advertisements

নবান্নে এই রিপোর্ট পৌঁছাতেই রেগে আগুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই কড়া ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এই ঘটনার পরে নবান্ন থেকে জানানো হয় যে, যে এলাকায় রাজনৈতিক নেতারা রেশন পরিষেবায় বাধা প্রদান করবে,‌ সেখানে রেশন দোকান বন্ধ করে দেওয়া হবে। এরপর আবার কবে দোকান খোলা হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে পরিস্থিতি বিবেচনা করে। করোনায় রাজ্যের পরিস্থিতি বিবেচনা করে সাধারণ মানুষকে আগামী ছয় মাস পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের অসহায়তার সুযোগ নিয়ে তাদের প্রাপ্য জিনিস নিয়ে কালোবাজারি কোনো ভাবেই বরদাস্ত করবেন না মুখ্যমন্ত্রী, একথা তিনি সাফ জানিয়ে দিয়েছেন। এই কালোবাজারি রুখতে তিনি নতুন খাদ্য সচিব নিয়োগ করেন।

Advertisements

এর আগে‌ রেশনে সাধারণ মানুষকে চাল ও গম দেওয়া হতো। কিন্তু পরবর্তী সিদ্ধান্তের গমের পরিবর্তে সাধারণ মানুষকে ৫ কেজি করে চাল দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এরপরে বিভিন্ন এলাকায় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধেও রেশনের চাল মজুদ করে রাখা নিয়ে অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতেই এবার রেশন নিয়ে কালোবাজারি বন্ধ করতে কড়া ব্যবস্থা গ্রহণ রাজ্য সরকারের।

Related Articles