Advertisements

রাজ্যে খুলছে দোকান, চালু হচ্ছে বাস! নয়া নির্দেশিকা মুখ্যমন্ত্রীর

Advertisements

আগামী ৩রা মে শেষ হচ্ছে লকডাউনের দ্বিতীয় দফা। এরপরে রেড জোন এলাকাগুলি ছাড়া বাকি গ্রীন ও অরেঞ্জ জোনে দোকান খোলার নির্দেশ দিয়েছে কেন্দ্র। এই নিয়ে কেন্দ্রের প্রতি সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এর সঙ্গে আগামী সোমবার থেকে শহরে গ্রীন জোনে বেসরকারি বাস চলাচলের উপরে ছাড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি অরেঞ্জ জোনে হলুদ ট্যাক্সি চলারও অনুমতি দেওয়া হয়েছে। বাস চলাচলের ক্ষেত্রে কোন খুলছে কিছু নিয়ম বেঁধে দেন।

এদিন তিনি নির্দিষ্টভাবে বলেন যে, বাসে ২০ জনেরও বেশি যাত্রী নেওয়া যাবে না এবং প্রতিদিন বাস স্যানিটাইজ করতে হবে। এছাড়াও সোশ্যাল ডিসটেন্স মেনে চলা ও মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক। কোন রকম নিয়ম লঙ্ঘন করলে সে ক্ষেত্রে অনুমতি তুলে নিতে বাধ্য হবে রাজ্য সরকার। ৪ মে থেকে রাজ্যের গ্রিন ও অরেঞ্জ জোনে বেশ কিছু ছাড় ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন, থাকবে চা ও পানের দোকান খোলার ক্ষেত্রে ছাড় থাকবে। তবে, সেই সব দোকানে কোনও আড্ডা বা একসাথে জমায়েত হওয়া যাবে না। সোশ্যাল ডিসটেন্সের নিয়ম মেনে শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস টুকু নিয়ে বাড়ী ফিরে যেতে হবে। এর অন্যথায় বন্ধ করে দেওয়া হবে দোকান। ঐদিন থেকে আয়রন স্টিল প্ল্যান্ট, কনস্ট্রাকশন প্ল্যান্ট খুলবে বলেও সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

অনুমতি ছাড়া কোথাও কোনো দোকান, বাজার খোলা যাবে না। হেডফোন এলাকাগুলির ক্ষেত্রে অনুমতি একান্তই আবশ্যক। সম্পূর্ণ ব্যাপারটিতে আরো কড়া নজরদারি চালাবে পুলিশ প্রশাসন। একথা স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩রা মে এর পর লকডাউন আরো বৃদ্ধি হতে পারে। তবে সে ব্যাপারে এখনো কিছু স্পষ্ট জানা যায়নি। পরিস্থিতির বিবেচনা করে লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Related Articles