সরকারি ঘোষণা! এবার বাড়ি থেকে বেরোলে ঢাকতে হবে মুখ! না মানলেই কঠোর সাজা

করোনা মোকাবিলায় আরো কঠোর হচ্ছে রাজ্য সরকার। এবার বাড়ি থেকে বাইরে বেরোলেই মুখে পরতে হবে মাস্ক। তবে, মাস্ক মানেই যে N-95 তা নয়, সাধারন কাপড়ের মাস্ক বা পরিচ্ছন্ন রুমাল বা ওড়না দিয়ে মুখ ঢাকলেই হবে। নিজের মুখ না ঢেকে বাড়ির বাইরে বেরোলেই হতে পারে হাজতবাস বা জরিমানা। গতকাল থেকেই নতুন এই নিয়ম জারি করেছে মমতা সরকার। কিছুদিন আগেই মাস্ক পরিধানের ক্ষেত্রে বদল এনেছে কেন্দ্র। শুধুমাত্র স্বাস্থ্যকর্মী বা করোনা রোগী নয়, বাড়ির বাইরে বেরোলে সকলকেই মাস্ক পরতে হবে।
কেন্দ্রের দেখানো সেই পথেই হাঁটতে চলেছে রাজ্য সরকার। নিয়ম ভাঙলে হতে পারে জরিমানা থেকে হাজতবাস। দেশের বেশ কয়েকটি রাজ্যই মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে। ওষুধের দোকান থেকে কেনা মাস্ক বা বাড়িতে তৈরি পরিস্কার পরিচ্ছন্ন কাপড়ের মাস্কও ব্যবহার করা যেতে পারে। সকলকে সুস্থ রাখতে জীবাণু সংক্রমণ এড়াতে মাস্ক বাধ্যতামূলক হল বাংলায়।
দেশে দিন দিন বেড়ে চলেছে করোনার প্রকোপ। বাড়ছে মৃতের সংখ্যাও। ইতিমধ্যে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮০০০, মৃত্যু হয়েছে ২০০-র বেশি মানুষের। তাই দিন যত এগোচ্ছে সরকারের তরফ থেকে কড়াকড়ি ততই বাড়ছে।