whatsapp channel
google news
নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি
Advertisements

রাজ্যে করোনায় আক্রান্ত এক চিকিৎসক! বাড়লো আক্রান্তের সংখ্যা

দেবপ্রিয়া সরকার : স্বাস্থ্য দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী এবার করোনায় আক্রান্ত হয়েছেন খোদ চিকিৎসক। ‌ চিকিৎসকরা আলিপুর সেনার কমান্ড হাসপাতালের। সম্প্রতি ওই চিকিৎসকের লালা রস পরীক্ষা করে COVID-19 পজেটিভ…

Published By: Web Desk | Updated:
Advertisements

দেবপ্রিয়া সরকার : স্বাস্থ্য দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী এবার করোনায় আক্রান্ত হয়েছেন খোদ চিকিৎসক। ‌ চিকিৎসকরা আলিপুর সেনার কমান্ড হাসপাতালের। সম্প্রতি ওই চিকিৎসকের লালা রস পরীক্ষা করে COVID-19 পজেটিভ পাওয়া গেছে। রাজ্যে প্রথম করোনায় আক্রান্ত হয়েছেন এক চিকিৎসক। পাশাপাশি করোনায় আক্রান্ত হয়েছেন কলকাতার বাসিন্দা ৬৫ বছরের এক বৃদ্ধ। তাঁকে নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০। ওই চিকিৎসক অ্যানেস্থেসিওলজিস্ট, বয়স পঞ্চাশের উর্ধ্বে। তিনি কিভাবে আক্রান্ত হয়েছে তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে অন্যান্য চিকিৎসকরা। কোন বিদেশ ভ্রমণের ঘটনা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

আপনার জন্য নির্বাচিত

চিকিৎসকদের মধ্যে অ্যানেস্থেসিওলজিস্টরাই বেশি কাছে যান। ফলে তাদের মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা অনেক বেশি থাকে। এদিকে বিবেচনা করে ইতিমধ্যে কমান্ড হাসপাতাল সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ওই চিকিৎসক সম্প্রতি যে যে রোগীর সংস্পর্শে এসেছেন, তাদের চিহ্নিত করে কোয়ারেন্টিনে পাঠানোর ব্যবস্থা করা হবে। প্রাথমিকভাবে জানা গিয়েছে গত ১৭ ই মার্চ ওই চিকিৎসক দিল্লি থেকে ফিরেছিলেন। ফেরার পরই তিনি কিছুটা অসুস্থ বোধ করেন। গত দু’দিনে অসুস্থতার পরিমাণ বাড়ায় তার লালা রস পরীক্ষা করতে পাঠানো হয়।

সেই লালা রসের পরীক্ষার ভিত্তিতেই তিনি করোনায় আক্রান্ত বলে জানা যায়। আপাতত তাকে কমান্ড হাসপাতালের আইসোলেশনেই রাখা হয়েছে। শুধু চিকিৎসক নয়, তার পরিবারের সকলকেই বর্তমানে কোয়ারান্টিনে রাখা হয়েছে। দিল্লিতে ওই চিকিৎসক কাদের সংস্পর্শে এসেছিলেন সে বিষয়ে খোঁজখবর চালানো হচ্ছে। প্রয়োজনে তাঁদেরও কোয়ারান্টিনে রাখার ব্যবস্থা করা হবে।