নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি

রাজ্যে আর্থিক বিপর্যয়! পরিস্থিতি সামাল দিতে দিদির পাশে নোবেলজয়ী অভিজিৎ

করোনা ভাইরাসের জেরে লকডাউন বিশ্বের শীর্ষস্থানীয় দেশ সহ বেশকিছু দেশ। বন্ধ ব্যাবসা বাণিজ্য নিত্যদিনের কাজ কর্ম। করোনার প্রভাবে ভেঙে পড়েছে বিশ্ব অর্থনৈতিক পরিকাঠামো। লকডাউনের ফলে ভারতের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও বেশ চিন্তায় তাবর তাবর অর্থনীতিবিদরা। লকডাউনের জেরে বড়সড় ধাক্কা খেয়েছে ভারত।

Published By: Sangbad Safar Desk | Updated:

করোনা ভাইরাসের জেরে লকডাউন বিশ্বের শীর্ষস্থানীয় দেশ সহ বেশকিছু দেশ। বন্ধ ব্যাবসা বাণিজ্য নিত্যদিনের কাজ কর্ম। করোনার প্রভাবে ভেঙে পড়েছে বিশ্ব অর্থনৈতিক পরিকাঠামো। লকডাউনের ফলে ভারতের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও বেশ চিন্তায় তাবর তাবর অর্থনীতিবিদরা। লকডাউনের জেরে বড়সড় ধাক্কা খেয়েছে ভারত। বিপর্যয়ের মুখে অর্থনৈতিক পরিকাঠামো। অর্থনীতির বিশেষজ্ঞদের আশঙ্কা, লকডাউনের এই ধাক্কা এমন পর্যায়ে যেতে পারে যেখান থেকে ঘুরে দাঁড়ানো সহজ হবে না। তাই এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে রাজ্য। করোনা পরবর্তী আর্থিক মন্দা সামাল দেওয়ার লক্ষ্যে ইতিমধ্যে গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ড ফর কোভিড রেসপন্স পলিসি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই কমিটির নেতৃত্বে থাকছেন ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তাদের এই কমিটি লকডাউনের পরবর্তী সময়ে রাজ্যের আর্থিক সমস্যা কাটাতে পরামর্শ দেবে রাজ্য সরকারকে।

আপনার জন্য নির্বাচিত

রাজ্যে তৈরি এই বিশেষ কমিটিতে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ছাড়াও থাকবেন ডা. স্বরূপ সরকার। কমিটির সমস্ত বিষয় কো-অর্ডিনেট করার দায়িত্বে থাকছেন ডা: সুকুমার বন্দ্যোপাধ্যায় ও ডা: অভিজিৎ চৌধুরি। ২১ দিনের লকডাউন পর্ব শেষ হতেই রাজ্যের পরবর্তী আর্থিক কর্মসূচি কি হবে তার সিদ্ধান্ত গ্রহণের আগে নোবেলজয়ী অর্থনীতিবিদের আলোচনায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কমিটির পরামর্শ মতো আগামী দিনে সরকারের বিভিন্ন প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়া হবে।