রাজ্যের তদন্তে আসছে কেন্দ্রের বিশেষ দল! গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

Advertisement

মহামারী করোনা ভাইরাস সারা দেশের অবস্থা কোন পর্যায়ে নিয়ে গিয়েছে সেই পরিস্থিতি দেখতে মোদি সরকার বিভিন্ন রাজ্য ও জেলায় কেন্দ্রীয় দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী কেন্দ্র থেকে দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অন্যান্য সব রাজ্যের মতো কেন্দ্রীয় দল পাঠানোর আগে পশ্চিমবঙ্গে নবান্নে সেই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। এই চিঠি হাতে পেতেই ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিসের ভিত্তিতে কেন্দ্র থেকে এই দল পাঠানো হচ্ছে। সোমবার টুইটারের মাধ্যমে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisements

এছাড়াও তিনি টুইটারে আরো লেখেন সঙ্গত কোন কারণ না থাকলে এই বিষয়টি নিয়ে আর না এগোনোই ভালো। জানা গিয়েছে কেন্দ্র থেকে ১০ জন সদস্যের ওই দল তৈরি করা হয়েছে যাদের বর্তমান করোনা পরিস্থিতি দেখতে বিভিন্ন রাজ্যে পাঠানো হবে। আপাতত ওই দলটি রাজ্যের ৭ টি জেলায় যাবে। ৭ টি জেলার মধ্যে উত্তরবঙ্গের রয়েছে ৩ টি ও দক্ষিণবঙ্গে রয়েছে ৪ টি জেলা। এই তালিকায় রয়েছে কলকাতাও।

Advertisements

জানা গিয়েছে ১০ জন সদস্যের ওই দলটিকে ২ টি ভাগে ভাগ করা হবে। একেকটি দলে থাকবে ৫ জন করে সদস্য। একটি দল কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, ও উত্তর ২৪ পরগনা ঘুরে দেখে তার রিপোর্ট সংগ্রহ করবে এবং অপর দলটি যাবে জলপাইগুড়ি, কালিম্পং। ওই দলটি সেখানকার রিপোর্ট সংগ্রহ করবে। ঐ সমস্ত রাজ্যের জেলার বর্তমান করুণা পরিস্থিতি কি তা খতিয়ে দেখে কেন্দ্রের কাছে রিপোর্ট জমা দেবে ওই দল। আগামী তিন দিনের মধ্যে ওই দুটি দল সংশ্লিষ্ট জায়গাগুলিতে বিমানে করে পৌঁছে যাবে।

Related Articles