রাজ্যবাসীর জন্য স্বস্তির খবর! এইমুহূর্তে বিশেষ বার্তা দিলো আবহাওয়া দফতর

একে করোনার আতঙ্ক তার ওপর বেশ গরম সব মিলিয়ে পরিস্থিতি ভালো যাচ্ছে না। এক যেন অস্থির পরিস্থিতি। কিন্তু সম্প্রতি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে খবর মিলেছে যে শীতল পশ্চিমী হাওয়া ও পূবালী গরম হওয়ার সংঘাতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে।বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় দমকা হাওয়া বইতে পারে তবে তার মধ্যে বৃহস্পতিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বেশি।আজকে এমনিও কলকাতাসহ কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ দেখা দিয়েছিল,সূর্যদেবের ছিল মুখ ভার কিন্তু একটু দুপুর গড়াতেই আবার সূর্যদেব উঁকি দিয়েছে,তার রোদের ছটা দেখাতে শুরু করে দিয়েছে যা দেখে মনে হবে না যে বৃষ্টি হতে পারে।
আজ বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ।আর মঙ্গলবার বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.2 ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি উপরে ।বাতাসের
আপেক্ষিক আদ্রতার পরিমাণ 18 থেকে 90%।
তবে সূত্র থেকে খবর মিলেছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় এই দিন বিকেল বা সন্ধ্যের পর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝারগ্রাম উত্তর দক্ষিণ 24 পরগনা বাঁকুড়া পুরুলিয়া এবং হাওড়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ও দার্জিলিং কালিম্পং শহর একটি জেলায় ঝড় বৃষ্টি শুরু হয়েছে এই ঝড় বৃষ্টি আরো বাড়তে পারে শুক্রবার এমনটাই জানিয়েছেন আবহাওয়া দপ্তর। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি শহর এবং সিকিমে শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।