আগামীকাল থেকেই রাজ্যে চালু হচ্ছে এইসব পরিষেবা! ঘোষণা করলেন মমতা

দেবপ্রিয়া সরকার : করোনা ভাইরাস প্রতিরোধের বর্তমানে সারা দেশব্যাপী চলছে লকডাউন। এই পরিস্থিতিতে শুধুমাত্র চৌধুরী বাড়ির পরিবার ছাড়া বন্ধ রয়েছে সমস্ত দোকানপাট, বাজার হাট। এই লকডাউনে সব থেকে বেশি সমস্যায় পড়েছে দেশের দিন আনা দিন খাওয়া শ্রেণীর মানুষ, যাদের সংসার চলে সামান্য কিছু দৈনিক রোজগারে। দেশের অসংগঠিত মানুষ এই লকডাউনের জন্য খুবই কষ্টে আছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের পরিস্থিতি বিবেচনা করে সম্প্রতি কিছুক্ষণের জন্য মিষ্টির দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছিল।
এবার ফুল বাজার খোলার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ফুলের গাড়িকেও ছাড় দিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি। জানা গিয়েছে আগামী বৃহস্পতিবার থেকে খুলবে ফুলের বাজারগুলি। এছাড়া রাজ্যের কিষাণ মান্ডিও চালু থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে সামাজিক দূরত্বের নিয়ম যাতে ভঙ্গ না হয় সে বিষয়ে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনকে।
রেশন দোকানে যাতে অযথা ভিড় না হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে বলা হয়েছে। এর পাশাপাশি বিড়ি শ্রমিকদের সাহায্যের জন্য তাঁদের বাড়িতেই বিড়ি বাঁধার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে সেক্ষেত্রে ৭ জনের বেশি লোক যেন একসাথে কাজ না করেন, সেদিকে নজর রাখতে বলেছেন তিনি।